ঈদে ট্রেনের টিকিট কাটতে ঢাকায় আসছেন ক্রিস্টোফার নোলান

৪৮১ পঠিত ... ১৮:২৪, এপ্রিল ১২, ২০২২
Nolan
বাংলাদেশ রেলওয়ে ই-টিকিটিং সার্ভিসের পেজ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে ঈদ যাত্রায় টিকিট বিক্রি সংক্রান্ত বিজ্ঞপ্তি। অদ্ভুতুড়ে সেই বিজ্ঞপ্তিতে দেখা যায়- এই মাসের ২৩ তারিখে যে ট্রেনটা স্টেশন ছেড়ে যাবে সেটার টিকিট বিক্রি হবে এই মাসের ২৭ তারিখ। এভাবে ২৪ তারিখের টিকিট বিক্রি হবে ২৮ তারিখ, ২৫ তারিখের টিকিট বিক্রি হবে ২৯ তারিখ, ২৬ তারিখের টিকিট বিক্রি হবে ৩০ তারিখ এবং ২৭ এপ্রিলের টিকিট বিক্রি হবে ১ মে।
received_1976257429202774
টিকিট বিক্রির এই টাইম-ট্রাভেলিং দেখে দেশজুড়ে সমালোচনার ঝড় শুরু হলেও ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন হলিউডের প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান। এমনকি এই ঈদে ট্রেনের টিকিট কাটতে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
 
একটি ফেক আইডি থেকে একান্ত আলাপচারিতায় নোলান এসব কথা বলেন। নোলান বলেন, 'আসলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু নেই৷ দীর্ঘদিন ধরে এটাই বোঝাতে চেয়েছি। দর্শকরা আমাকে না বুঝলেও অবশেষে সেটা বুঝেছে বাংলাদেশ রেলওয়ে।' এটুকু বলেই তিনি 'উম্মাহ' শব্দ করে শূন্যে চুমু ছুড়ে মারেন।
 
ঈদে বাড়ি যাওয়া বড় কথা নয়, ট্রেনের টিকিট কাটাই আসল কথা, এরকম উল্লেখ করে নোলান আরো বলেন, 'আমি শুধু ভবিষ্যতে গিয়ে বর্তমানের টিকিট কাটতে চাই। বাড়ি যেতেই হবে এমনটা নয়।'
 
নিজেকে ত্রিকালে বিচরণকারী হিসেবে দাবি করে নোলান মুচকি হেসে বলেন, 'টিনেট মুভিতে যেমন বুলেট ফিরে আসে অতীত থেকে , তেমনি এখানেও ভবিষ্যৎ থেকে টিকিট ফিরে আসতেছে। ব্যাপারটা এজন্যই এত টানছে আমাকে।'
 
বাংলাদেশ রেলওয়ের প্রতি কোনো পরামর্শ আছে কিনা জানতে চাইলে নোলান বলেন, 'স্বপ্নে টিকিট কাটার সিস্টেম চালু করলেই ব্যাপারটা পূর্ণতা পাবে। বাংলাদেশ রেলওয়ে এটা ভেবে দেখবে আশা করি।'
 
এদিকে বাংলাদেশ রেলওয়ের সাথে যোগাযোগ করা হলে তারা ফেক আইডি থেকে বলেন, 'বিদেশি নাগরিকের ব্যাপারে ট্রেনের কিছু বিধিনিষেধ আছে। সেই ক্ষেত্রে টিকিট কাটতে অতীতে গিয়ে কিছু ফর্ম ফিলাপ করতে হবে।'
৪৮১ পঠিত ... ১৮:২৪, এপ্রিল ১২, ২০২২

Top