ইদে বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা বাদাম শাড়ি, ফতুয়া ও লেহেঙ্গা

৪৯৮ পঠিত ... ১৮:১৮, এপ্রিল ১২, ২০২২

Kacha-badam-dress

সামনে আসছে ইদ। ইদের প্রস্তুতি হিসেবে বাজারে ইতিমধ্যে চলে এসেছে হরেক রকম জামা কাপড়। তবে খুচরা-পাইকারী বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এই ইদের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কাঁচা বাদাম শাড়ি,ফতুয়া ও লেহেঙ্গা।

বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে স্থূলভাবে ভাইরাল হয়। এ গান শোনেননি এমন মানুষ নেই বললেই চলে। কেউ ফেসবুকে না দেখলে ইনস্টাগ্রামে দেখেছেন, ইনস্টাগ্রামে না দেখলে টিকটকে দেখেছেন, টিকটকে না দেখলে অন্তত মানুষের মুখে শুনেছেন। এরই প্রেক্ষিতে গানটিকে বিশেষ সম্মাননা পুরস্কার বাজারে এলো ‘কাঁচা বাদাম ড্রেস’।

একটু খোঁজ নিয়ে দেখা যায়, কাঁচা বাদাম শাড়ি ও ফতুয়ার প্রিন্ট প্রায় কাছাকাছি। বারো হাত শাড়ির বেশিরভাগ জুড়েই বাদামের ছবি স্ক্রিনপ্রিন্ট করা। পাড়ে চিকচিক করছে নীল রঙের আভা,এবং আঁচলে বিশাল বড় করে আঁকানো ভুবন বাদ্যকরের চেহারা।

তবে লেহেঙ্গার ডিজাইনে একটু ভিন্নতা লক্ষ্য করা যায়। ফেব্রিক আলাদা হওয়ার পাশাপাশি লেহেঙ্গার কিনারে বেশ কিছু সত্যিকারের বাদাম সুঁই সুতা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। সামনে থেকে দেখতে এটি বেশ সৃজনশীল ও নান্দনিক।

এর ভূয়সী প্রশংসা করে এক ফেক আইডি থেকে অন্যতম ফ্যাশন আইকন টিকটক লায়লা লেখেন, ‘তিনটা কাঁচা বাদাম শাড়ি, দুইটা ফতুয়া আর একটা লেহেঙ্গা কিনলাম। এতো ভালো ডিজাইন করেছে বলার মতো না!’

ভাইরাল গানের এ ড্রেসগুলো কিনতে ভীড় জমাচ্ছেন আবাল-বৃদ্ধ-বণিতা। দোকানীরা চড়ামূল্যে ব্যবসা করলেও তারা চালু করেছে নতুন নিয়ম। কেউ যদি ‘কাঁচা বাদাম’ গানের সাথে আগে টিকটক করে থাকে, সেক্ষেত্রে তাদের জন্য ২০% ডিসকাউন্ট, আর ড্রেস কেনার উদ্দেশ্যে যদি পরে করে থাকে, তাদের জন্য ডিসকাউন্ট মাত্র ৫%।

এ ব্যাপারে দোকান মালিক সমিতি জানান, ‘দোকানে আইসা আমাদেরকে টিকটক দেখাইলেই ছাড় দিয়ে দিবো। কিন্তু একজনের টিকটক আরেকজনের বইলা দেখাইতে আসলে আমরা ধইরা ফেলতেছি এবং ওই কাস্টমারের কাছে আমরা আর সেল করি না। প্লিজ রোজার মাসে আপনারা জালিয়াতি করবেন না। নিজের টিকটক নিজেই করুন...’

দোকানি সূত্রে জানা যায়, বাজারে কাঁচা বাদাম ড্রেসের কাটতি বেশ ভালো। তবে উচ্চমধ্যবিত্তরা ড্রেসটি কিনছেন না। দেখে, নেড়েচেড়ে রেখে যাচ্ছেন। বিষয়টি নিয়ে এক উচ্চমধ্যবিত শ্রেণীর ক্রেতার সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘জামাগুলো দেখলাম। সুন্দর। কিন্তু দাম কম। আড়ঙে পাওয়া গেলে কিনতাম।'

৪৯৮ পঠিত ... ১৮:১৮, এপ্রিল ১২, ২০২২

Top