বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চান ইমরান খান

৩৮৬ পঠিত ... ১৫:৪৩, এপ্রিল ১০, ২০২২

Imran-khan-sadharon-sompadok

গতকাল মধ্যরাতে পাকিস্তান পার্লামেন্টে এক অনাস্থা ভোটে পদচ্যুত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পদচ্যুত হওয়ার পর এখন তিনি কী করবেন? চারপাশে নানা গুজব চললেও ইমরান খান নিজেই দিয়েছেন এক খুশির সংবাদ। নিজের টিকটক আইডি থেকে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেন।

নির্বাচনে জিতে যাওয়ার চেয়ে এভাবে দিনের পর দিন নির্বাচন চলাই ভালো। এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘কীয়ের এক নির্বাচন হইলো পাকিস্তানে। ক্ষমতায় আসলাম আর ধুম করে নেমে যেতে হলো। অথচ শিল্পী সমিতির নির্বাচন হলে হয়তো এখনো রায়ই হতো না। অন্তত দুই বছর রায়ের অপেক্ষায় কাটিয়ে বাকি দুই বছর ক্ষমতায় থাকতাম। মেয়াদ পূর্ণ হতো।’

এতদিন শিল্পী সমিতির নির্বাচন না করার কারণে বেশ হতাশার কথাও জানান তিনি। তিনি বলেন, ‘এদেশে রাতের ভোট করেও ধরা খেলাম। এমন জানলে আগেই শিল্পী সমিতি নির্বাচনে অংশ নিতাম। অন্তত রাতে ভোট করলেও ধরা খেতাম না।’

তবে জায়েদ খান ইমরান খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ দিবেন কি না সে বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

৩৮৬ পঠিত ... ১৫:৪৩, এপ্রিল ১০, ২০২২

Top