দ্বিতীয় দেশ হিসেবে নিশিভোটের আয়োজন করলো পাকিস্তান

৮৮০ পঠিত ... ১৩:৩২, এপ্রিল ১০, ২০২২

Nish-vote

গতকাল মধ্যরাতে পাকিস্তান পার্লামেন্টে একটি অনাস্থা ভোটের আয়োজন করা হয়। এই অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। পাকিস্তানের ইতিহাসে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনা এই প্রথম।

এদিকে গতকাল মধ্যরাতে ভোটের আয়োজন করার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় দেশ হিসেবে নিশিভোটের আয়োজন করার রেকর্ডও নিজেদের করে নিলো পাকিস্থান। অবশ্য শুধু দক্ষি্ণ এশিয়া না, পুরো বিশ্বের মধ্যেই নিশিভোটের আয়োজনে তারা দ্বিতীয়।  

যদিও এই নিশিভোট নিয়ে খুব একটা খুশি হতে পারেননি ইমরান খান। নিশিভোটের ইতিহাসের প্রথম দেশের সাফল্য দেখে অনুপ্রাণিত হলেও সুফল তুলে আনতে পারেননি তিনি। ফলে চরম হতাশ ইমরান কপাল চাপড়াতে চাপড়াতে বলেন, ‘নিশিভোটের লোভে পড়ে ধরা খাইলাম। ভাবছিলাম, নিশিভোট করে আমিও জিতে যাবো। সেজন্য সারাদিন নানান তালবাহানা করে ভোট রাতে নিছি। কিন্তু এখন দেখি হাতে হারিকেন, ইয়েতে বাঁশ। এমন জানলে বিকেলে ভোট করতাম। হুদাই এত পরিশ্রম করলাম।’

যদিও নিশিভোটের ফলাফলে বিরোধীদল বেশ খুশি। সামনের সময়গুলোতে তারা এভাবেই নিশিভোটের ছায়াতলে থাকতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। দেশটির বিরোধী দলের এক নেতা বলেন, ‘নিশি ভোটের প্রেমে পড়েছি। কয়েকশ নেতা উন্নতমানের নিশি ভোট শেখার জন্য ভাবছি পাশের দেশে যাবো।’

এদিকে নিশিভোট করেও ইমরান খানের হেরে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন উগান্ডার প্রেসিডেন্ট ববার্ট মুগাবে। একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে তিনি বলেন, ‘শুধু নিশিভোট আয়োজন করলেই হয় না, সৈন্যসামন্তও থাকা লাগে। মন চাইলো আর একটা নিশিভোট করে ফেললাম তাইলে তো হইলো না। পাশের দেশ থেকে এই লোকটা কিছুই শিখলো না।’

এই সময়ে ইমরানকে একটু ভর্ৎসনা করে তিনি বলেন, ‘হিসাব বুঝো না? দুদু খাও?’

৮৮০ পঠিত ... ১৩:৩২, এপ্রিল ১০, ২০২২

Top