বিজ্ঞান শিক্ষকদের জন্য করা হচ্ছে আলাদা জেল

৭০৪ পঠিত ... ১৭:০২, এপ্রিল ০৯, ২০২২

biggan jail (1)

দেশের স্কুলগুলোতে বিজ্ঞান পড়ানোর জন্য ছাত্রছাত্রী মাত্রাতিরিক্ত বিজ্ঞানমনস্ক হয়ে যাচ্ছে। বিজ্ঞান শিক্ষকরা সবকিছুকেই বিজ্ঞানের দৃষ্টিতে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছেন, যা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য এক অশনিসংকেত।

শিক্ষকদের এমন মানসিকতার কারণে প্রায়ই শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ছোটখাটো সমস্যা তৈরি হচ্ছে। অভিযোগ আসছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের। গণমানুষের এই অভিযোগ আমলে নিয়ে একটি গণতান্ত্রিক সরকার হিসেবে এই সকল শিক্ষককে নিতে হচ্ছে জেলে।

জেলে নিতে হলেও বিজ্ঞান শিক্ষকরা যথাযথ সম্মান পাবেন বলেই জানায় একটি পক্ষ। তারা জানায়, বিজ্ঞান শিক্ষকদের ত্যাগ, তিতিক্ষা ও সম্মান বিবেচনায় রেখে করা হচ্ছে আলাদা জেল৷ এই জেলে তারা থাকবেন। বিজ্ঞান শিখবেন৷ এরপর জেলের ভেতরই একজন আরেকজনকে শেখাবেন। এরপর বিজ্ঞান শিখতে শিখতে পৃথিবীর মায়া ত্যাগ করবেন৷

বিজ্ঞান শিক্ষার জন্য আলাদা জেল বানানোর দায়িত্বে থাকা একজন বলেন, 'হতে পারে ওই হতভাগারা বিজ্ঞান শিক্ষক। হতে পারে ওদের কাউকে চাঁদে দেখা যায়নি। তাই বলে তো আমরা ওদের অসম্মান করতে পারি না৷ সেজন্যই এই জেলের ব্যবস্থা৷এখানেই বরং তারা আরামে থাকবে। জেলের পাশে ছোট একটা ল্যাবরেটরিও আছে। ওইখানে তারা গবেষণাকাজও করতে পারবেন চাইলে। তবে জেলের বাধ্যতামূলক ফিচার হচ্ছে ওদেরকে সকাল সন্ধ্যা দুই বেলা জাকির নায়েকের ভিডিও ক্যাসেট দেয়া হবে, সাথে থাকবে প্যারাডক্সিক্যাল সাজিদ, অবিশ্বাসী কাঠগড়ায়, কিংবা কষ্টিপাথরের মতো বই। মাস শেষে এদের উপর একটা এক্সাম নেওয়া হবে। এভাবে চলতে চলতেই একদিন হয়তো ওনারাই বিজ্ঞানের অপ্রয়োজনীয়তা বুঝতে পারবেন।'

নাম প্রকাশে অনিচ্ছুক বিজ্ঞান শিক্ষকদের উপর ক্ষুব্ধ এক মাদ্রাসার শিক্ষক বলেন, ‘ওদের কপাল এতো ভালো কেনো চিন্তা করে খুব আফসোস হয়।  ব্রুনো বা গ্যালিলিওর মতো কাউকে মারলে বিজ্ঞান বই ফালায়ে পইপই করে দৌড় দিতো। যাক, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ'র হাতে। আপাতত জেলেই যাক, বাকিটা আল্লাহ ভরসা...’

 

৭০৪ পঠিত ... ১৭:০২, এপ্রিল ০৯, ২০২২

Top