হতাশায় মুষড়ে পড়েছে পেঁপে

৫৮১ পঠিত ... ১৬:৩৪, এপ্রিল ০৭, ২০২২

Pepe

আগের বছরগুলাতে আমরা দেখেছি, বেগুনের দাম বাড়লে বেগুনি বানানোর ক্ষেত্রে সাধারণত পেঁপের চাহিদা অনেক বেড়ে যেতো। বছরের পর বছর পেঁপে আমাদের এমন সার্ভিস দেয়ার পরও হুট করে আজ পেঁপের পাকা লাইমলাইট কেড়ে নিলো কিনা দখলবাজ মিষ্টি কুমড়া!

এ ঘটনায় হতাশায় মুষড়ে পড়েছে পেঁপে সম্প্রদায়। 'বেগুনের পরিবর্তে পেঁপে' সমিতির সভাপতি মিস্টার পাপায়া তাঁর কষ্টের কথা প্রকাশ করতে গিয়ে জানিয়েছেন, 'কাদের জন্য জীবনে নিজেদের এতগুলা সময় বিসর্জন দিলাম? বা্প-দাদা, সবাইকে দিয়ে এরা বেগুনে বানিয়ে খেয়েছে। আর এখন আমাদের দামই নাই। কোথাকার কোন মিষ্টি কুমড়ার রূপ দেখে ভুলে গেলো। মানুষ আসলেই অনেক স্বার্থপর।'

তিনি আরো বলেন, 'দখলবাজ মিষ্টি কুমড়ার জাত আমাদের অধিকার কেড়ে নিলো। কই আমরা তো কারো অধিকার কেড়ে নেই নাই। দেশে কী আইন বলে কিছু নেই?'

কিন্তু আপনারা তো আগে বেগুনের অধিকার কেড়ে নিয়েছেন? আমাদের এমন প্রশ্ন পেঁপে সম্প্রদায় ‘রাবিশ’ বলে এড়িয়ে যান। 

eআরকির প্রতিনিধি এক পেঁপের কাছে জানতে চান, এমন বিপর্যয়ে পেঁপের বাজারে কেমন লস হলো? এমন প্রশ্নে মুখ লুকিয়ে কান্না কাঁদতে কাঁদতে এক পেঁপে বলেন, 'আমার কোন লাভ লস নাই। আমার পুরো জীবনটাই লস।'

এদিকে বর্তমানের উঠতি সেনসেশন মিষ্টি কুমড়া ঘোষণা দিয়েছে এখন থেকে তাকে যেন সকলে 'স্যার' বলে ডাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত, নতুন সেলেব্রিটি হওয়ায় বেগুনের মত তাদেরও দাম বেড়ে যায় কিনা এই ভেবে চিন্তায় ইফতারি করতে পারছে না সরকারের 'বিকল্প দেখান কমিটি'র সদস্যরা।

৫৮১ পঠিত ... ১৬:৩৪, এপ্রিল ০৭, ২০২২

Top