দিনে চার বেলা মিষ্টি কুমড়া খেতে চায় ছাত্রলীগ

৯৮৭ পঠিত ... ১৫:১৪, এপ্রিল ০৭, ২০২২

Chatroleague-misti-kumra

দেশে হুট করে মিষ্টি কুমড়ার মর্যাদা বেড়ে গেছে। রূপে, গুণে, পুষ্টি কিংবা গ্ল্যামারে মিষ্টি কুমড়ার আশেপাশে কেউ নেই বলে জানা গেছে। ইফতারির মার্কেটে আজ থেকে এসেছে মিষ্টি কুমড়ার বেগুনি। কোথাও কোথাও মিষ্টি কুমড়ার আলুর চপ, বুন্দিয়াও বাজার কাঁপাচ্ছে বলে জানা গেছে।

এদিকে নতুন করে মিষ্টি কুমড়ার প্রেমে পড়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের একটি নকল গ্রুপ জানিয়েছে, দিনে চারবেলা মিষ্টি কুমড়ার তরকারি খেতে চান তারা।

কেন এমন সিদ্ধান্ত জানতে চাইলে তারা বলেন, ‘মিষ্টি কুমড়া একটা দেশীয় সবজি। পুষ্টিও আছে। তাছাড়া আমার এক দাদা একবার মিষ্টি কুমড়ার বেগুনি বানাইছিলো। এরপর থেকে মিষ্টি কুমড়ার প্রেমে পড়ে যাই। দলের সবাইকে সেটা বলি। তারা আজকে জানিয়েছে, তারাও মিষ্টি কুমড়াকে ভালোবাসে। সবাই মিলে ফেসবুকে ইন আ রিলেশনশিপ উইথ মিষ্টি কুমড়াও দিয়ে দিছি।’

রমজান মাসে দিনে চারবেলা খাওয়াটা কঠিন হবে কিনা? আমাদের এমন প্রশ্নে একজন বলেন, ‘কঠিন কেন হবে? সেহরি, ইফতার, রাতের খাবার, ১২টার দিকে আরেকবার খেলাম। হয়ে গেলো চারবার। রোজা গেলে আরো বাড়াবো।’  

অনেক নেতা মিষ্টি কুমড়া লাইফস্টাইল অনুসরণ করছেন বলেও খবর পাওয়া গেছে। এমনই একজন বলেন, ‘রূপচর্চায় মিষ্টি কুমড়ার ফেস প্যাক ব্যবহার করছি। মিষ্টি কুমড়া কালারের জামা কিনছি। ভাবছি, মিষ্টি কুমড়ার খোল দিয়ে একটা হেলমেট বানিয়ে নেবো। বাইক চালাতে কাজে লাগবে।’

৯৮৭ পঠিত ... ১৫:১৪, এপ্রিল ০৭, ২০২২

Top