ওয়াসার এমডিকে সংবর্ধনা দিতে চান কলেরা চিকিৎসক সমাজ

২৪৮ পঠিত ... ১৫:৩৬, এপ্রিল ০৪, ২০২২

Wasa-songbordhona

২০২০ সাল থেকে আমাদের চিকিৎসরা করোনার সাথে যুদ্ধ করে গিয়েছেন। সেই কঠিন সময় অনেকটাই কমে এসেছে। কমে এসেছে করোনায় আক্রান্তের সংখ্যাও। তবে করোনা কমে আসলেও ডাক্তারদের কর্মব্যস্ততা ফিরে এসেছে আবারো। প্রথম আলোর করা এক প্রতিবেদনে জানা যায়, গত ৩ মাসে দেশে সাড়ে চার লাখেরও বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। যার কারণে ওয়াসার পানির মানকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

এদিকে এই বিষয়ে ওয়াসার এমডিকে সংবর্ধনা দেয়ার কথা ভাবছে বাংলাদেশ কলেরা চিকিৎসক সংঘ। জানা যায়, করোনার শেষের দিকের এই সময়ে আবারো ডাক্তারদের কর্মব্যস্ততা ফিরিয়ে দেয়ায় এই সংবর্ধনার আয়োজন করেছে তারা। একটি সম্পূর্ণ অবিশ্বস্ত সূত্র থেকে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ‘করোনা শেষ। কাজ নাই। শইলডা মেজমেজ করে। জীবন থেকে চ্যালেঞ্জ হারিয়ে যাচ্ছিলো। কলেরা আক্রান্তের সংখ্যা সীমা ছাড়িয়ে যাওয়ায় আবারো নিজেদেরকে ফিরে পেয়েছি। ভাল্লাগতেছে। অল ক্রেডিট গোজ টু তাকসিম স্যার। ওনার বেতন-ভাতা আবারো বাড়ানো উচিত।’

তাকসিম এ খানকে আজীবন ওয়াসার এমডি রাখার প্রস্তাব রেখে এক ডাক্তার বলেন, ‘তাকসিম এ খানেরও কোন বিকল্প নাই, কলেরারও কোন বিকল্প নাই।’

এদিকে মাত্রাতিরিক্তভাবে কলেরা ছড়িয়ে যাওয়ার বিষয়টিকে বেশ পজিটিভভাবেই দেখছেন দক্ষিণ কোরিয়ান দার্শনিক অন্য আরেক তাকসিম এ খান (ইনি ওয়াসার তাকসিম এ খান নয়)। তিনি বলেন, ‘কতটা সুখে আছেন তা বুঝার জন্যও মাঝে মাঝে রোগ-শোকের দরকার আছে। মানুষকে এই দার্শনিক বাণীর ব্যবহারিক ক্লাস করানোর জন্য তাকসিম এ খানকে ধন্যবাদ।’

২৪৮ পঠিত ... ১৫:৩৬, এপ্রিল ০৪, ২০২২

Top