সৌদি আরবের সাথে মিল রেখে গ্রুপ সি-তে খেলতে চায় চাঁদপুর, বাদ পড়তে পারে আর্জেন্টিনা

৬২১ পঠিত ... ১৬:২২, এপ্রিল ০২, ২০২২

Chandpur-thumb

হয়ে গেলো ২০২২ কাতার বিশ্বকাপের ড্র। এবারের ড্রতে সি গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। সাথে আছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। এই গ্রুপকে অনেকে সহজ গ্রুপ বললেও গ্রুপে সৌদি আরব থাকায় বিপদে পড়তে পারে আর্জেন্টিনা। জানা গেছে, সৌদি আরবের সাথে মিল রেখে সি গ্রুপে খেলার আগ্রহ প্রকাশ করেছে চাঁদপুর। আর সে কারণেই কপাল পোড়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার।

চাঁদপুর সৌদি ফ্যান ক্লাব এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবের সভাপতি বলেন, ‘আমরা সৌদির সাথে মিল রেখে সব কিছু করি। রোজাও করে ফেলেছি। ফুটবলটা কেন বাদ যাবে? সৌদি আর আমরা ভাই ভাই, আর্জেন্টিনা তো ওদের ভাই না। ওরা কেন থাকবে?’

‘বিষয়টি তো বেশ কঠিন। এই মুহূর্তে বদলানোও যাবে না।‘ আমাদের এমন কথায় সৌদি ফ্যান সেক্রেটারি বেশ উত্তেজিত হয়ে পড়েন। এরপর তিনি বলেন, ‘ইদ কইরা ফেলতেছি আর কিসের কী ফুটবল।’

images

গ্রুপ সি নিয়েই আগ্রহী চাঁদপুর

চাঁদপুর সৌদি ফ্যান ক্লাবের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাফুফে সভাপতি কাজি সালাউদ্দীন। চাঁদপুরের সাথে একাগ্রতা পোষণ করে তিনি বলেন, ‘আমি সাথে আছি। হাতে এখনও ৭ মাস সময় আছে। আপনারা আমাকে ভোট দিয়ে চাঁদপুর সৌদি ফ্যান ক্লাবের সভাপতি বানান বাকিটা আমি দেখতেছি।’

সৌদির সাথে মিল রেখে খেলতে গিয়ে হতে পারে বেশ কিছু ঝামেলা। দেখা গেলো সৌদি চাঁদপুরকে একটা গোল দিয়েছে সে গোলের সাথে মিল রেখে চাঁদপুরও কী নিজেদের জালে আরো একটি গোল দেবে কিনা? আমাদের এমন প্রশ্ন নিশ্চুপ হয়ে যান চাঁদপুর সৌদি ফ্যান ক্লাবের কর্মকর্তারা।

৬২১ পঠিত ... ১৬:২২, এপ্রিল ০২, ২০২২

Top