৯৫তম অস্কার উপস্থাপনার প্রস্তাব ফিরিয়ে দিলেন শাহরিয়ার নাজিম জয়

৭৬২ পঠিত ... ১৬:২৬, মার্চ ২৯, ২০২২

joy

২০২৩ সালে অনুষ্ঠিতব্য ৯৫তম অস্কার পুরস্কার বিতরণী উপস্থাপনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। আজ eআরকির সাথে একান্ত এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন এই খ্যাতিমান অনুষ্ঠান সঞ্চালক।

তিনি বলেন, 'পৃথিবীতে হানাহানি বেড়ে গেছে। মানুষজন হিংস্র হয়ে উঠেছে। সবার মাথা গরম। এমতাবস্থায় বিদেশে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই।'

আর কোনো কারণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমি ছোটবেলা থেকেই দেশপ্রেমিক মানুষ। এ দেশের মানুষও আমাকে মন প্রাণ দিয়ে ভালবেসেছে। এত ভালবাসা রেখে কীভাবে আমি বিদেশ যাই?' এছাড়াও কোনো কারণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমেরিকার আবহাওয়ার সাথে আমি খাপ খাওয়াতে  পারিনা। গেলেই ঠাণ্ডা লেগে যায়, সর্দি হয়, জ্বর চলে আসে। কী দরকার ওখানে যাওয়ার?'

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসরের প্রস্তাব ফিরিয়ে দেয়ার আর কোনো কারণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আসলে অস্কারকে আমি খুব একটা গুরুত্বপূর্ণও মনে করি না। আমার কাছে মেরিল-প্রথম আলো বা চ্যানেল আই অ্যাওয়ার্ডই সেরা। হলিউড তারকাদের উচিত মেরিল প্রথম আলো পুরষ্কার অর্জনের চেষ্টা করা।'

আর বিশেষ কোনো কারণ আছে কিনা জিজ্ঞেস করলে জীবনানন্দ দাসের কবিতা আবৃত্তি করে তিনি বলেন,

'তোমরা যেখানে সাধ চ'লে যাও-

আমি এই বাংলার পারে

র'য়ে যাব;

দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;

দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে

ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে...'

এসবের বাইরে আর কোনো কারণ আছে কিনা জানতে চাইলে তিনি 'ধুর মিয়া' বলে রাগ করে চলে যান।

৭৬২ পঠিত ... ১৬:২৬, মার্চ ২৯, ২০২২

Top