শব্দদূষণে ফার্স্ট হবার খবর মাইকিং করে সারা দেশে জানানোর নির্দেশ

৩৭৩ পঠিত ... ১৪:২৫, মার্চ ২৯, ২০২২

Shobdodushon-thumb

জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনইপির প্রকাশ করা একটি প্রতিবেদনে বিশ্বের শব্দদূষণের শহর হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে ঢাকা। এর আগে শহরটি বায়ূদুষণেরও শীর্ষে ছিলো। বায়ুদূষণের শীর্ষস্থান নিয়ে এতটা উচ্চবাচ্য দেখা না গেলেও শব্দদূষণের শীর্ষে আসার কথা সবাইকে জানানোর কথা ভাবছে অজ্ঞাতনামা একটি কর্তৃপক্ষ। জানা যায়, খবরটি সারাদেশে মাইকিং করে ছড়িয়ে দেয়ার জন্য নির্দেশ দিয়েছে তারা।

এই বিষয়ে অজ্ঞাতনামা এক স্থান থেকে এই অজ্ঞাতনামা কর্তৃপক্ষ মাইকের মাধ্যমে আমাদের বলেন, ‘বিষয়টি খুবই এলার্মিং। আমরা এভাবে সবসময় নেতিবাচক কারণে ফার্স্ট হতে চাই না। মানুষ যেন সচেতন হয় সেজন্য আমাদের এমন কর্মসূচি।’

তারা জানান, একটি বিশেষ সচেতনতা প্রকল্পের অধীনে অন্তত ৬ মাস মাইকের মাধ্যমে এই বার্তা দেশবাসীকে দিতে চান তারা। পর্যায়েক্রমে এলাকা এলাকায় স্পিকারের ব্যবস্থাও করবেন বলে জানান।

মাঝে মাঝে গান চালানোর ব্যবস্থা রাখবেন জানিয়ে সংশ্লিষ্ট একজন বলেন, ‘সবসময় সচেতনতার বাণী শুনতে শুনতে মানুষ বিরক্ত হতে পারে। সেজন্য স্পিকারের হিন্দি গানের ফাঁকে ফাঁকে আমরা এইসব বার্তা মানুষকে দিতে চাই। আপনারা আপনাদের পছন্দের গান জানাতে পারেন, আপনার এলাকায় ওই গানই বাজানো হবে। তবে ম্যাড়ম্যাড়ে ঠাণ্ডা রবীন্দ্রসংগীতের মত গানের বদলে বিটওয়ালা, রিমিক্স বা মেটাল গান হলে ভালো।’

৩৭৩ পঠিত ... ১৪:২৫, মার্চ ২৯, ২০২২

Top