মেহজাবিনের কাছ থেকে পরিশ্রম শিখতে বাংলাদেশে আসছেন উইল স্মিথ

৬৮৫ পঠিত ... ১৫:৩৪, মার্চ ২৮, ২০২২

Mahzabin-will-smith

আজ ভোরে ঘোষণা হলো ৯৪ তম অস্কার পুরস্কার। কিং রিচার্ড সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন উইল স্মিথ। সম্পূর্ণ বিশ্বস্ত সূত্র থেকে ইতোমধ্যে এমন খবর আমরা সবাই জানি।

এদিকে সম্পুর্ণ অবিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে, অস্কার পাওয়া এই অভিনেতা এবার পরিশ্রম শিখতে আসছেন বাংলাদেশে। পরিশ্রম শিখবেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী মেহজাবিনের কাছ থেকে।

অস্কার পাওয়ার পর বাংলাদেশে আসার এই পরিকল্পনা স্মিথের আগেই ছিলো। তিনি বলেন, ‘যেদিন মেহজাবিনের কথাটি শুনলাম, সেদিনই আসতে চাইছিলাম। কিন্তু নিজেকে একটু তৈরি করে নেয়ার ব্যাপার ছিলো। আজ অস্কার পেলাম, এখন মেহজাবিনের কাছ থেকে শেখার জন্য নিজেকে বেশ যোগ্য মনে হচ্ছে। ভাবতেছি রাতেই রওনা দিবো।’

অস্কার পাওয়ার পর নিজেকে আবার প্রমাণ করার কী আছে? আমাদের এমন প্রশ্নে স্মিথ বলেন, ‘দেখুন, আমি যদি মেহজাবিনের কাছ থেকে পরিশ্রম শিখতাম তাহলে আরো আগেই অস্কার পেতাম। একই ভুল আমি বারবার করতে চাই না। মেহজাবিনের কাছ থেকে পরিশ্রম শিখে প্রতি বছরই অস্কার পেতে চাই।’

তাছাড়া এটাকে হলিউডের মান-ইজ্জতের প্রশ্ন বলেও আখ্যায়িত করেছেন স্মিথ। মেহজাবিনের সাথে সিনেমার পরিশ্রমের কম্পিটিশন করতে এর আগে আর অনেককেই হলিউড থেকে পাঠানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু ভয়ে নাকি কেউ আসতে চায়নি। উইল স্মিথ বলেন, ‘অস্কার পাওয়ার পর এটা আমার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ভাবতেছি, মেহজাবিনের কাছ থেকে পরিশ্রম শিখে ওনার সাথেই কম্পিটিশনে যাবো।’

এ বিষয়ে মেহজাবিনের কোন বক্তব্য চাওয়া হলে তিনি বক্তব্য দিতে রাজি হননি। নিজের ফেক আইডি থেকে মেহজাবিনের রাঁধুনি জানান, ‘উনি এখন পরিশ্রম করছেন। কথা বলতে পারবেন না।’

৬৮৫ পঠিত ... ১৫:৩৪, মার্চ ২৮, ২০২২

Top