জাবির সাবেক ভিসিকে সংবর্ধনা দিতে চায় ফ্রিল্যান্সারদের সংগঠন

৩১৭ পঠিত ... ২১:১৩, মার্চ ২৭, ২০২২

Jabi-vc

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার টাকা থেকে বড় অঙ্কের সম্মানি নিয়েছেন সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালন এবং কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তিনি পেয়েছেন মোট দুই লাখ ৮৬ হাজার টাকা। তবে জানা যায় ভর্তি পরীক্ষার সময় তিনি একদিনও বাসভবন থেকে বের হননি। অর্থাৎ ঘরে বসেই এই বিপুল অর্থ আয় করেছেন তিনি।

এদিকে চাঞ্চল্যকর এই খবরে উত্তেজনা সৃষ্টি হয়েছে ফ্রিল্যান্সারদের মধ্যে। দীর্ঘদিন পর কেউ ঘরে বসে এতগুলা টাকা আয় করল বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র। জনৈক ফ্রিল্যান্সার ( নাম প্রকাশে ইচ্ছুক) আমাদের বলেন, 'ভাইরে ভাই! আগে জানলে ফিভার বা আপওয়ার্কে একাউন্ট খুলতাম না। একাউন্ট খুলতাম জাবিতে! ওইখানে তো ডলার উঠানোর ঝামেলাও নাই!'

এদিকে ফ্রিল্যান্সারদের একটি সংগঠন জাবির সাবেক ভিসিকে সংবর্ধনা দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে ভিসিকে ইমেইল করা হয়েছে জানিয়ে এর সভাপতি বলেন, 'ফ্রিল্যান্সিং এর জগতে ভিসি ম্যাডাম একটি মাইলফলক স্থাপন করেছেন। তাঁকে স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি না দিলে এই ধরনের ট্যালেন্টেড ফ্রিল্যান্সাররা হারিয়ে যায়।'

সাবেক এই ভিসি ম্যামের কাছ থেকে নতুন ফ্রিল্যান্সারদের অনেক কিছু শেখার আছে, এমনটা উল্লেখ করে সভাপতি সাহেব আরো বলেন,'আমরা শুধু চাই ভিসি ম্যাম আমাদের অনুষ্ঠানে আসুক। নতুন ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে কিছু বলুক। উনি নতুনদের জন্য বিরাট অনুপ্রেরণা।'

এই ব্যাপারে জাবির সাবেক ভিসির সাথে কথা বলতে চাইলে তাঁর পিএস জানান, 'ম্যাম ঘরে বসে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন।'

৩১৭ পঠিত ... ২১:১৩, মার্চ ২৭, ২০২২

Top