মিডল ইস্ট ভেবে গাজীপুরের রাস্তায় বিমান ল্যান্ড করালেন সৌদির পাইলট

৫৮৪ পঠিত ... ১৬:২৩, মার্চ ২৩, ২০২২

Saudir-Biman

গাজীপুরের রাস্তার ধুলা ইতোমধ্যে সারাদেশেই আলোচনা সৃষ্টি করেছে। সম্প্রতি এই ধুলার খ্যাতি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। আরব গালফ নিউজের একটি অপ্রকাশিত খবরে জানা যায়, গাজীপুরের রাস্তায় ধুলার ঘনত্ব দেখে সেটাকে মিডল ইস্ট মনে বিমান ল্যান্ড করেছেন সৌদির এক পাইলট। পরে নিজের ভুল বুঝতে পেরে লোকচক্ষুর অন্তরালে ময়মনসিংহ রোড ধরে তিনি চলে যান।

এ বিষয়ে কথা বলতে চাইলে শুরুতে লজ্জায় কথা বলতে না চাইলেও নাম প্রকাশ করা হবে না শর্তে তিনি আমাদের সাথে কথা বলতে রাজি হন। তিনি বলেন, ‘বিরাট বেইজ্জতি অবস্থা মিয়া। এত ধুলা। আমি ভাবছিলাম, আমি বুঝি সৌদি চলে আসছি। ধুম করে নেমে গেলাম। পরে আমার লাগেজ চুরি হয়ে যায়। এরপর বুঝতে পারছি, ওহ নো! এটা তো বাংলাদেশ। এরপর অন্য কিছু চুরি হওয়ার আগে দ্রুত চলে আসি।‘

যদিও এক পর্যায়ে তিনি বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, ‘দেশটা তো বেশ উন্নতি করলো। দেখে মনেই হয়নি এটা বাংলাদেশ। মনে হচ্ছিলো, সৌদি আরবের কোন মরুভূমি। এখনই ধুলিঝড় শুরু হবে। মরিচিকার মধ্যে দু একটা উট দেখলাম বলেও মনে হলো। পরে অবশ্য ভুল ভাঙছে, কাছে গিয়ে দেখি ওরা উট না, মানুষ।’

গাজীপুরের এই রাস্তা ইতোমধ্যে মিডল ইস্টে বেশ বিখ্যাত হয়ে গেছে। একটি গোপন সূত্র মারফত জানা গেছে, সৌদির বাদশা এই রাস্তায় অবকাশ যাপনের জন্য হেরম প্রতিষ্ঠা করার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি আরবি গান গাওয়ার জন্য যমুনার চরের বদলে গাজীপুরের রাস্তাটি ব্যবহার করবেন বলে জানান বিশিষ্ট সংগীতজ্ঞ হিরো আলম।

৫৮৪ পঠিত ... ১৬:২৩, মার্চ ২৩, ২০২২

Top