বায়ূ দুষণের জন্য মূলাকে দায়ি করলেন আওয়ামীলীগের বিএনপি বিষয়ক মন্ত্রী, হতাশায় মুষড়ে পড়েছেন বিএনপির নেতারা

৭৭৩ পঠিত ... ১১:৪২, মার্চ ২৩, ২০২২

Mula-2

সুইজারল্যান্ডের একটি গবেষণা সংস্থার এক জরিপে বায়ূ দুষণের দেশ হিসেবে শীর্ষস্থানে পৌঁছেছে বাংলাদেশ। এর আগেও ঢাকা ও বাংলাদেশ একাধিকবার শীর্ষ অবস্থানেই ছিলো। খবরটি গত পরশু প্রকাশিত হয়। তিনদিন চলে গেলেও এখনও পর্যন্ত সরকারের কোন দায়িত্বশীল লোক বিএনপিকে দায়ী না করায় খবরটির সত্যতা নিয়ে আমরা কিছুটা দ্বিধায় পড়ে যাই। দ্বিধা কাটিয়ে উঠতে আওয়ামীলীগ সরকারের বিএনপি বিষয়ক মন্ত্রীর সাথে যোগাযোগ করি আমরা। উল্লেখ্য, যোগাযোগ করার আগেই অভ্যাসবশত বিএনপিকে দোষারোপ করে প্রতিবেদনও তৈরি করে ফেলেন আমাদের প্রতিনিধি।

কিন্তু মাননীয় মন্ত্রীর সাথে যোগাযোগ করতে গিয়ে ঘটে সম্পূর্ণ ভিন্ন ঘটনা। এই প্রথমবারের মত কোনোভাবেই বিএনপিকে দায়ী করতে রাজি হননি তিনি। বায়ূ দুষণের জন্য তিনি দায়ী করেছেন মূলাকে।

বিষয়টি নিয়ে বেশ হতাশা কাজ করছে বিএনপির নেতাকর্মীদের মাঝে। বিএনপির এক নেতাকে বিষয়টি সম্পর্কে জানালে হতাশায় মুষড়ে পড়ে তিনি বলেন, ‘এখন আমাদের কী হবে! একমাত্র ওনার মুখেই তো আমরা বেঁচে ছিলাম। এভাবে উনিও আমাদের ভুলে গেলে তো আগামী ৫ বছরের মধ্যে সারাদেশই আমাদেরকে ভুলে যাবে।’

বিষয়টি নিয়ে কী ভাবছেন জানতে চাইলে বিএনপির অন্য এক নেতা বলেন, ‘কোন ভাবাভাবি নাই। আমরা আন্দোলনের পথে হাঁটবো। উনি কেন আমাদেরকে দোষ দিলেন না তার প্রতিবাদে ইদের পর কঠোর আন্দোলন। দেখা হবে রাজপথে।’

এদিকে সংবাদ সম্মেলনের শেষের দিকে জনাব বিএনপি বিষয়কমন্ত্রী বলেন, ‘মূলা দায়ী সেটা সত্য। তবে এই দুই নম্বর, গন্ধযুক্ত মূলা চাষ করে বিএনপির নেতাকর্মীরা। বাজারজাতও করে তারা। খায়ও তারা। খাওয়ার পর উদ্দেশ্য প্রণোদিতভাবে মাত্রাতিরিক্ত বায়ূ পরিত্যাগ করে দেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টাও তাদেরই।’

৭৭৩ পঠিত ... ১১:৪২, মার্চ ২৩, ২০২২

Top