সরকারি প্রতিষ্ঠান ছাড়া নাট-বল্টু বিক্রি নিষিদ্ধ ঘোষণা ধোলাইখাল নাট-বল্টু ব্যবসায়ী সমিতির

৭৪৬ পঠিত ... ১১:২৩, মার্চ ২২, ২০২২

Nat-boltu-thumb

কোটি টাকা পেলে মানুষ কত কী কেনে। শাহজালাল সার কারখানা কিনেছে নাট-বল্টু। আজকের পত্রিকা মারফত জানা যায়, মালয়েশিয়ান একটি প্রতিষ্ঠান থেকে শাহজালাল সার কারখানা লোহার বা স্টিলের এক কেজি নাট কিনেছে ১ কোটি টাকা করে। বল্টু প্রতি কেজি ৫০ লাখ করে। আধাকেজি ওজনের স্প্রিং ওয়াসারের দাম পড়েছে ৮ লাখ। রাবার ও লোহার তৈরি এক কেজি ওজনের হুইলের দাম পড়েছে এক কোটি টাকা।

এমন খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেন ধোলাইখাল ও নবাবপুরের নাট-বল্টু ব্যবসায়ীরা। নতুন একটি প্রজ্ঞাপন জারি করে তারা বলেন, সরকারি প্রতিষ্ঠান ছাড়া বিশেষ করে শাহজালাল সার কারখানা ছাড়া আর কোন প্রতিষ্ঠানের কাছে নাট-বল্টু বিক্রি করবেন না তারা।

সংগঠনটির সভাপতি বলেন, ‘দেশি কারখানার আসলেই বেশি লাভ। সারাজীবন ব্যবসা করলেও এক কোটি টাকা বিক্রি করতে পারবো না। আর তাদের কাছে বিক্রি করলে এক কেজিই এক কোটি। ওনারা চাইলে প্রয়োজনে কেজি প্রতি ২০ লাখ কম রাখবোনে।’

সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো কিছুটা আশ্বাস দিয়ে আমাদের কানে কানে এক অন্য এক ব্যবসায়ী বলেন, ‘মাল ওইভাবেই দিমু আরকি। মানে কিছুদিন পর আবার কিনতে পারবেন। আবার ডিসকাউন্ট পাবেন। মেমোতে যা ইচ্ছা তাই দাম তুলতে পারবেন। ভাইয়ের জন্যই তো ভাই।’

ধোলাইখাল কিংবা নবাবপুর থেকে নাট-বল্টু কেনার পরিকল্পনা আছে কিনা? শাহজালাল সার কারখানার এক কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে বলেন, ‘আপাতত নাই। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমরা বেশি দাম দিয়ে নাট-বল্টু কিনতে চাই। ধোলাইখালে কিংবা নবাবপুরে হয়তো সুবিধা আমরা পাবো না। তাছাড়া ধোলাইখাল, নবাবপুরের দিকে দাম কম। কম দামে জিনিস কিনে মান ইজ্জত হারাবো নাকি?’

৭৪৬ পঠিত ... ১১:২৩, মার্চ ২২, ২০২২

Top