তেলের সাথে জল মেশানোর ফর্মুলা আবিষ্কার করতে আর্কিমিডিসকে অনুরোধ অসাধু ব্যবসায়ীদের

২৮৬ পঠিত ... ১৬:১৩, মার্চ ১৭, ২০২২

274842183_3253822454850375_5640848744299350215_n

দুধে জল মেশানোর মত এবার তেলে জল মেশানোর ফর্মুলা আবিষ্কারের কথা ভাবছে দেশের ব্যবসায়ীরা। বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিসকে বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধও করেন তারা।

গত কিছুদিন নিয়ন্ত্রণহীনভাবে তেলের দাম বেড়ে যাওয়ার পর থেকে এমন ভাবনা আসে তাদের মাথায়। বিষয়টি নিয়ে eআরকির সাথে এক সাক্ষাৎকারে এক ব্যবসায়ী বলেন, ‘কোথাকার কোন গাধা বিজ্ঞানী জানি দুধের সাথে জল মেশানোর ফর্মুলা আবিষ্কার করছিলো। আরে মিয়া, দুধের তো এত দাম না। দাম বাড়ছে তেলের। ফর্মুলা বের করলে তেল আর জল মেশানোর ফর্মুলা বের করা উচিত। অথচ সেসবই করে নাই। এরা এমন বলদ কেন?’  

কিছুটা মেজাজ হারিয়ে ফেলা এই ব্যবসায়ী নেতা দ্রুতই নিজেকে নিয়ন্ত্রণ করে বলেন, ‘আর্কিমিডিস লোকটার নাম শুনেছি অনেক। অনেক বিচক্ষণ লোক। পানিতেই নাকি থাকতেন। পানির কি প্লবতা না কী আবিষ্কার করছিলো। উনি পানির প্লবতা সূত্র না বানাইয়া পানির তেল সূত্র বানাইতে পারতো। এখন যদি ওই প্লবতারে তেল বানায় তাইলে আমাদের একটু উপকার হয়, কিছু বাড়তি টাকা পয়সা পকেটে আসে। নইলে এত এত টাকা পয়সা দিয়া এত এত বিজ্ঞানী পালার তো কোন মানে হয় না আসলে।’

ব্যবসায়ীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে উদ্যোগটির পাশের থাকার আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ট একজন বলেন, ‘আবিষ্কার করেন, আমরা অর্থায়ন করবো। এরপর দেশবাসীকে বলা যাবে, তেলের সাথে পানি মিশিয়ে খান। হুদাই ক্যা ক্যা করবেন না।’   

এদিকে হাওয়া থেকে পাওয়া এক গুঞ্জনে উঠে এসেছে যে, তেলের সাথে পানি মেশানো শিখতে ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ৩০০ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় সফরে তেলআবিব যেতে পারেন।

 

২৮৬ পঠিত ... ১৬:১৩, মার্চ ১৭, ২০২২

Top