ঢাকার জ্যামে ৫ দিনের টেস্ট ম্যাচ আয়োজনের কথা ভাবছে আইসিসি

৩১৪ পঠিত ... ১৮:১৬, মার্চ ১৬, ২০২২

Jam-cricket

ঢাকার জ্যাম নিয়ে ঢাকাবাসী অনেকদিন ধরেই ত্যক্ত-বিরক্ত। জনজীবনকে অতীষ্ঠ করে দেয়া এই জ্যামকে এবার কিছুটা কাজে লাগানোর কথা ভাবছে আইসিসি৷ ঢাকার জ্যামে আয়োজন করতে যাচ্ছে ৫ দিনের টেস্ট ম্যাচ৷

গতকাল এক অপ্রকাশিত সংবাদ বিবৃতিতে এমনটা জানায় আইসিসি উচ্চপদস্থ এক কর্মকর্তা৷ অফিশিয়াল এক কাজে ঢাকায় এসে টানা ৪ ঘণ্টা জ্যামে বসে থেকে এমন ভাবনা মাথায় আসে বলে জানান তিনি।   

আইসিসির ওয়েবসাইটে ঢাকার এই জ্যাম টেস্টের বেশ কিছু নিয়ক কানুনও প্রকাশ করেছে তারা৷ সেখানে বলা হয়, প্রতিটি সিগন্যালেই খেলা যাবে এই টেস্ট৷ খেলার যে অবস্থায় জ্যাম ছেড়ে দে পরের সিগন্যালে ওই একই অবস্থা থেকে খেলা শুরু হবে৷ বল গড়িয়ে বাসে লাগলে চার, উড়ে লাগবে ছয়। বল বাসের নিচে চলে গেলে ব্যাটসম্যান গিয়ে সেই এনে দিবে৷ আশেপাশের বাসে বসে থাকা সবাই ফিল্ডার হিসেবে গণ্য হবেন৷ ধরতে পারবেন ক্যাচ। করতে পারবেন স্ট্যাম্পিং৷

এই টেস্ট কারা খেলবেন? জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘মেইনলি বাসের হেলপার, ড্রাইভাররা খেলবে। সাথে থাকবে ট্রাফিক পুলিশরা৷ যেকোন সময় যেকোন যাত্রীরা খেলায় যোগ দিতে পারবে।'

এদিকে একটি সম্পূর্ণ গোপন সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমান ও নাসির হোসেনও এই জ্যাম টেস্টে পার্টিসিপেট করতে পারেন। খেলতে দেখা যেতে পারে পঞ্চপাণ্ডবের ফর্মহীন কিছু ক্রিকেটারকেও।

আইসিসি এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দুই সিটি কর্পোরেশনের মেয়ররা৷ এমন একজন কবুতর মারফত পাঠানো এক বক্তব্যে বলেন, 'খুবই ভালো হবো। এবার মানুষকে জ্যামে বসে ক্রিকেট খেলা উপভোগ করার কথা বলা যাবে৷' পাশাপাশি দুই সিটি কর্পোরেশনের অর্থায়নে 'জ্যামের জন্য ক্রিকেট, ক্রিকেটের জন্য জ্যাম' নামের একটি ক্যাম্পেইন আয়োজনের কথাও জানান তারা৷

এদিকে এমন খবর পাওয়ার পর জ্যামে বসেই এক সংবাদ সম্মেলনের ডাক দেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, 'ক্রিকেটের উন্নয়নে আর কী কী করবো আমি বলেন? এই যে আইসিসিকে বলে জ্যাম ক্রিকেটের ব্যবস্থা করলাম! আমিইতো করলাম। নাকি!'

৩১৪ পঠিত ... ১৮:১৬, মার্চ ১৬, ২০২২

Top