সন্তুষ্টির হাসি দিয়ে মন ভালো করতে টিসিবির লাইনে দাঁড়াতে চান সাকিব আল হাসান

১৭৫ পঠিত ... ১৬:১৮, মার্চ ১৫, ২০২২

TCB-r-Line

দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির দরুন টিসিবির লাইনে প্রতিদিনই বাড়ছে মানুষের লাইন। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখতে বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবাই শুধু নেগেটিভটাই দেখে, পজিটিভ কিছু দেখে না। আপনারা টিসিবির লাইনে মানুষের হুড়োহুড়ি দেখেন, কিন্তু লাইনে দাঁড়িয়ে পণ্য হাতে পেয়ে ক্রেতার সন্তুষ্টির হাসি দেখেন না। সবাই যদি নেগেটিভটাই দেখেন তবে কী লাভ এই মন্ত্রিগিরি করে?’

বাণিজ্যমন্ত্রীর এমন কথায় দিশা খুঁজে পেলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। গত কিছুদিন ধরেই তার মানসিক ও শারীরিক অবসাদের ভোগার খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে একটু সন্তুষ্টির হাসি হেসে মনকে চঞ্চল ও উৎপুল্ল করে তুলতে টিসিবির লাইনে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। অন্য এক আকাশ থেকে পাওয়া খবরে জানা যায়, টিসিবির লাইনের দাঁড়াতে সাউথ আফ্রিকা থেকে ইতোমধ্যে বাংলাদেশে বিমান ধরেছেন সাকিব।

বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে সাকিব নিজের একাধিক টিকটক অ্যাকাউন্ট থেকে বলেন, ‘মন্ত্রী সাহেবের এই টোটকা আগে জানলে দুবাই ও সাউথ আফ্রিকা গিয়ে হুদাই এত সময় নষ্ট করতাম না। টিসিবির লাইনে দাঁড়িয়েই মন ভালো করে ফেলতাম।’

যদিও টিসিবির লাইনে দাঁড়ালে মানুষ কেন হাসে সেটা ঠিক বুঝে উঠতে পারছেন না সাকিব। কিছুটা দ্বিধা নিয়েই তিনি বলেন, ‘ওখানে কি জোকস শুনায়? নাকি লাফিং গ্যাস ছড়ায়? ওই হাসিতে কি আসলেই মানসিক অবসাদ দূর হবে নাকি বেড়ে যাবে! বুঝতে পারছি না। তাও দেখি গিয়ে কী হয়! কতদিন হাসি না। একটু হাসা দরকার।’

হাসির পাশাপাশি নতুন একটি পরিকল্পনার কথাও জানান তিনি। সাকিব বলেন, ‘ভাবতেছি ক্লোজ আপের সাথে একটা চুক্তিতে যাবো কি না! টিসিবির লাইনে দাঁড়িয়ে হাসবো। ওটাকেই ক্লোজ আপের ক্যাম্পেইন বানিয়ে ফেলা যায়। যাকে বলে এক হাসিতে দুই শিকার।’

১৭৫ পঠিত ... ১৬:১৮, মার্চ ১৫, ২০২২

Top