দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম

৪৯৭ পঠিত ... ১৭:৪৭, মার্চ ১২, ২০২২

Drobbomullo-protibad-1

দেশে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে এবার প্রতিবাদে ফেটে পড়েছে ছাত্রলীগ৷ সম্পূর্ণ অবিশ্বস্থ এক সূত্র থেকে এমনটা জেনেছে eআরকি।

সূত্রটি জানায়, দেশের ৬৪ জেলায় এক যোগে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। অতিসত্ত্বর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকারকে ৭ দিনের আল্টিমেটাল দেয় তারা৷ অন্যথা দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারির কথা জানায় সংগঠনটি৷

সমাবেশে ছাত্রলীগের এক ডামি সভাপতি বলেন, 'দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে দেশের মানুষ নাকাল প্রায়। গরিবরা খেতে পারছে না। মধ্যবিত্তরা সংসার চালাতে হিমসিম খাচ্ছে। অথচ এমন এক পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোন দৃশ্যমান ব্যবস্থা না নিয়ে সরকারের দায়িত্বশীলরা দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলছেন৷ যা কোনভাবেই মেনে নেয়া যায় না৷'  

নিজের বক্তব্যে তিনি আরও বলেন, 'টিসিবির লাইন দিনদিন বড় হচ্ছে৷ এভাবে চলতে থাকলে সরকারের দায়িত্বশীলদেরও টিসিবির লাইনে এনে দাঁড় করাবে ছাত্রলীগ৷'  

দ্রব্যমূল্য না কমালে ছাত্রলীগের কঠোর হুঁশিয়ারির পাশাপাশি সরকারকে সাবধান করে ছাত্রলীগের ডামি সেক্রেটারি বলেন, 'ছাত্রলীগ সবসময় জনগণের পাশে ছিলো, আছে, থাকবে। জনগণের দাবিই আমাদের দাবি৷ সরকার সে যেই হোন, জনগণের জানমালের নিশ্চয়তা দিতে হবে। জনগণের অধিকার বুঝিয়ে দিতে হবে৷ রাজনৈতিক ফায়দা লোটা অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেটবাজদের জন্য সাধারণ জনগণের জীবনমান কঠিন করা থেকে বিরত থাকতে হবে৷ অন্যথা বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই ছাত্রলীগ কাউকে ছেড়ে কথা বলবে না৷'

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ছাত্রলীগের সাথে যোগাযোগ করি আমরা। ছাত্রলীগের কাউকে না পেলেও ওনাদের এক ভূয়া কাজের ছেলেকে ফোন দিলে বলেন, 'এইসব ভূয়া কথা৷ আমরা এইসব সমাবেশ টমাবেশে নাই। কীসের বিক্ষোভ? কীসের প্রতিবাদ? দেশে তো দ্রব্যমূল্য বাড়েই নাই। প্রতিবাদের প্রশ্নই আসে না৷ নুরুকে মারতে হলে বলেন, কোথাও কোন আন্দোলন থামাতে হলে বলেন। ছাত্রলীগ আন্দোলন করে না, আন্দোলন থামায়৷'

৪৯৭ পঠিত ... ১৭:৪৭, মার্চ ১২, ২০২২

Top