২০২৫ সালের মধ্যে দেশের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে লেখকের সংখ্যা

২৯৮ পঠিত ... ১৮:৪৬, মার্চ ০৬, ২০২২

2025-saler-moddhe

আজ প্যারিসে ‘ইন্টারন্যাশনাল রাইটারস গিল্ড’ বাংলাদেশের লেখালেখির সম্ভাবনা ও ভবিষ্যৎ শীর্ষক একটি গবেষণাপত্র প্রকাশ করে। গবেষণাপত্রটিতে বলা হয়, বাংলাদেশের লেখালেখিতে মানুষের আগ্রহ দেশটিকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। ২০২৫ সালের মধ্যে দেশটির মোট জনসংখ্যাকে ছাড়িতে যাবে লেখকের সংখ্যা। 

গবেষণাপত্রটিতে বাংলাদেশের লেখালেখি, ভবিষ্যৎ, সমস্যা ও তা থেকে উত্তরণের উপায়ের উপর জোর দেয়া হয়েছে। সেখানে বলা হয়, সৃজনশীল ও প্রথাবিরোধি প্রকাশকরা বিরল নানাবিধ বই প্রকাশে সাহায্য করে দেশকে এমন অর্জন এনে দিচ্ছেন। 

৩৫০০ ফেসবুক প্রোফাইলের চালানো অন্য এক গবেষণা পত্রে বলা হয়, ‘এখানে কেউ ফেসবুকে কোন এক পোস্টে ৭৫০ এর বেশি লাইক পেলেই বই লেখার কথা ভাবেন। সেটা কমে ৬৫০ এ আসলেই তারা বই বের করে ফেলেন।’

গবেষণাপত্রটি প্রকাশের পর ইন্টারন্যাশনাল রাইটার গিল্ডকে ধন্যবাদ দিয়েছেন নিখিল বাংলা প্রকাশক সমিতি। তারা বলেন, ‘এমন অর্জন সত্যিই আমাদেরকে আশা জোগায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সময়ের ফুলকপি ভাজি, নোয়াখালী যেমন দেখেছির মত গুরুত্বপুর্ণ ও সভ্যতা নির্ভর বই প্রকাশে আমরা অনুপ্রেরণা পাই।’

এমন খবরে খুশি হয়েছে দেশের লেখকরা। এমন একজন বলেন, 'ভালোই হলো। এখন নিজেরা নিজেরা নিজেদের বই কেনা বেচা করবো। ১ কোটি রাইটারের বই নিজে কিনতে পারলে নিজের এক কোটি বই তাদেরকে গছিয়ে দিতে পারবো। আমরা সবাই হয়ে যাবো বেস্টসেলার। ইয়ো!' ২০২৫

তবে এমন ক্রমনবর্ধমান লেখক সংখ্যা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল রাইটার গিল্ড। তারা বলেন, ‘এভাবে চলছে থাকলে দেশে একসময় আর পাঠক পাওয়া যাবে না। হয়তো পাঠকরাই তখন হয়ে উঠবেন সবচেয়ে বড় সেলিব্রেটি। লেখকরা লাইন ধরে অটোগ্রাফ নিবেন পাঠকদের কাছ থেকে।’ 

সমস্যার উত্তরণের বিষয়ে প্রতিষ্ঠানটি কিছু কার্যপ্রনালীর কথাও জানান। তারা বলেন, ‘এভাবে চলতে থাকলে বিটিভিতে প্রকাশিত সুখি পরিবারের মত জনসচেতনতামূলক অনুষ্ঠান বানাতে হবে। মানুষকে বুঝাতে হবে, দুটি সন্তানের বেশি নয়। দুটি হলে একজন লেখক বানালে অন্যজনকে বানাতে হবে পাঠক। নইলে এত বই কিনবে কে আর পড়বে কে!’ 

 

২৯৮ পঠিত ... ১৮:৪৬, মার্চ ০৬, ২০২২

Top