ফুড রিভিউয়াররা যদি বইয়ের রিভিউ করতেন

৪৬৬ পঠিত ... ১৭:১৬, মার্চ ০২, ২০২২

foodvlogger-jodi-boier-review (1)

হ্যালো গাইজ, আজ একটা জোস জায়গায় আসছি। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছো আমি কোথায়  আসছি? ইয়েস, গাইজ আমি এখন বইমেলায়। চলো, একটা বই দেখি, ওয়াও! এই বইটার কালার অনেক জোস এটা দিয়ে শুরু করি। গাইজ, লুক অ্যাট দিজ প্রচ্ছদ, গাইজ ইটস প্রিটি গুড৷ কালারটা দেখো শুধু, সাইড দিয়ে হলুদ কালার, দেখে মনে হচ্ছে পুরাই ক্রিসপি। গাইজ, এবার লেখকের নামটা দেখো 'আগার খান' নামের মাঝেই একটা জুসি ভাব আছে কিন্তু৷ বইয়ের পেইজগুলা দেখো পুরাই টেন্ডার। ওওওহ! গাইজ লুক অ্যাট দ্য ফার্স্ট পেইজ, রাইটার এই বইটা তাঁর মেয়েকে ডেডিকেট করেছে, পুরাই চিজি ব্যাপার-স্যাপার।

গাইজ, এই বইটা দেখতে কেন আই হ্যাভ কাম হেয়ার? কারণ আমার ইনবক্সে অন্নেক পিপল আমাকে বলেছে বইটা রিভিউ করতে। অ্যান্ড ইউ নো হোয়াট? পিপলের কথা আমি একদম ফেলতে পারি না। কারণ দে আর খুব খুব প্রেশাস টু মি।

গাইজ অ্যাম ডায়িং টু ট্রাই দিজ বুক। কালার কম্বিনেশনটা দেখো উপরের পেইজ হলুদ, নিচে লাল। দ্য কন্ট্রাস্ট ইজ আমেজিং! চলো, ভেতরে একটু পড়ে দেখি। ওহ মাই গড, গাইজ ট্রাস্ট মি, আমি জাস্ট দুইটা শব্দ পড়লাম, ইট ফিলস লাইক হ্যাভেন! শব্দ দুইটা পড়তেই আমার ভেতরে সবকিছু গলে গেল!

লেখাগুলা দেখো শুধু এক্সট্রিমলি থিক! ড্যামমম! মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি জানো? বইয়ের শেষ পাতায় লেখকের ছবিটা। রাইটার এত গ্রেভি লুক দিছে! পুরাই ময়েস্ট।

ব্রো, এইটা আমি এখনো পড়ি নাই বাট পুরা জিনিস্টার মধ্যে একটা টেন্ডার ভাব আছে, পুরা জিনিসটার মধ্যে একটা অ্যামেজিং কিক আছে৷ সো, তোমরা এই বইটা মাস্ট ট্রাই করবা৷ জীবনে অনেক জায়গার বই পড়বা কিন্তু বইমেলার বইয়ে অন্যরকম টেস্ট, পুরাই ইনসেইন! গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে কারণ আমার ফ্যানরা দোকান ভেঙে ফেলতেছে আমাকে দেখার জন্য! তোমরা কমেন্টে জানাও কেমন লাগল, আর গাইজ, দুনিয়ার সবকিছু ভুইলা গেলেও আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু  ভুইলো না।

৪৬৬ পঠিত ... ১৭:১৬, মার্চ ০২, ২০২২

Top