'জায়েদ-নিপুণ যুদ্ধে কেউই আমেরিকার সাহায্য পাবে না' বলে সাফ জানিয়ে দিলেন বাইডেন  

৩১৯ পঠিত ... ১৬:৩৪, মার্চ ০২, ২০২২

Nipun-zayed-khan-Baiden

পঞ্চমবারের মত শিল্পী সমিতির নির্বাচন যুদ্ধের রায় বদলালো। এবার হাইকোর্টের রায়ে আবারও শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ পেলেন জায়েদ খান। এদিকে আপিল করার ঘোষণা দিলেন নিপুন। ঘটনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।   

এদিকে জায়েদ-নিপুণের এই কোল্ড ওয়্যারের উত্তেজনা দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও। এই ঘটনার দিকে হোয়াইট হাউজের পুরোপুরি নজর আছে বলে বাইডেন প্রশাসনের উড়ো সূত্র থেকে জানা যায়। বিষয়টি নিয়ে নিজের মন্তব্যও জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেন, ‘রাশিয়া-ইউক্রেন নিয়েই কূল পাই না। এখন আসছে জায়েদ-নিপুন। এত চাপ কীভাবে নিবো বুঝে উঠতে পারছি। আমি ডিক্যাপ্রিওকে বলে দিচ্ছি, ও এফডিসিতে গিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করবে।’

দুপক্ষের প্রতি বেশ কিছু পরামর্শও দেন তিনি। জায়েদ-নিপুণ দু’জনের উদ্দেশ্যেই তিনি বলেন, ‘একটা সিদ্ধান্ত নিয়ে নেয়াই ভালো হবে। যুদ্ধ যুদ্ধ না খেলে চেয়ার ভাগাভাগি অপশনে যেতে পারেন। চেয়ার মাঝখান দিয়ে কেটে দুইজন বসলেন। এছাড়াও শিফট করে বসতে পারেন। সবচেয়ে ভালো হয় চেয়ারের ক্লোন বানিয়ে দুজনের বাসায় দুটো রাখা।’  

এদিকে জায়েদ-নিপুন সংকটে বাইডেন প্রশাসনকেই দায়ী করে টুইট করেছেন আমেরিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ক্ষমতায় থাকলে এমন সমস্যা হতো না। নিপুণ জিতে যাইতো। বর্তমান প্রশাসন এই ধরণের সংকট মোকাবেলায় অদক্ষ ও অযোগ্য।’  

এদিকে অন্য এক উড়ো খবরে জানা যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলেনস্কি বাংলাদেশের আসার চেষ্টা করছেন। জায়েদ খানের সাথে বসে একটু রণনীতি ও মনোবল ধরে রাখার পরামর্শ নেবেন তিনি।

৩১৯ পঠিত ... ১৬:৩৪, মার্চ ০২, ২০২২

Top