ন্যাটোর সদস্যপদ চায় ব্রাহ্মণবাড়িয়া

১৬৬৬ পঠিত ... ১৩:৫৫, মার্চ ০১, ২০২২

Brahmanbaria-nato (1)

দেশ ও দেশের বাইরে সবসময় আলোচনায় থাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা। নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে প্রায়ই স্বয়ংসম্পূর্ণই বলা যায় তাদের। এবার নিজেদেরকে আন্তর্জাতিকভাবে আরো কিছুটা সমৃদ্ধ করতে চায় জেলাটি। জানা গেছে, ইউরোপের বিখ্যাত জোট ন্যাটোর সদস্য হওয়ার কথা ভাবছে তারা।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার একাংশের নেতা আবদুর রফিক দুই হাতে দুইটি ট্যাঁটা ও কাঁধে বল্লম নিয়ে একটি অবিশ্বস্ত সূত্র থেকে eআরকিকে বলেন, ‘সদস্যপদ চাই কথাটি আসলে এমন না। কথাটি হলো, সদস্যপদ নিতে হবে। না দিয়ে যাবে কই হারামজাদারা।’

ব্রাহ্মণবাড়িয়াকে সদস্যপদ দিলে ন্যাটোর কী লাভ? আমাদের এমন প্রশ্নে আবদুর রফিক বেশ ডিপ্লোমেটিক একটি উত্তর দেন। ঠোঁটের কোনে একটা ডিপ্লোমেটিক হাসি রেখে তিনি বলেন, ‘লাভ আসলে দু’পক্ষেরই। আধুনিক ও দেশীয় যুদ্ধনীতির আওতায় নিশ্চয়ই আমরা ন্যাটোকে ও ন্যাটো আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাছাড়া ওই ন্যাটো আমাদের মত এমন ডেডিকেটেড জাতি পাবে কই! গিয়া দেখান, হয়তো আমরা নাই দেখেই ওরা রাশিয়া-ইউক্রেন সংকটে এখনো কোন সিদ্ধান্ত নিচ্ছে না।’

ন্যাটোতে যোগ দেয়ার পরের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত কুমিল্লা নিয়ে ভাবছি। এরপর নোয়াখালী হয়ে চট্টগ্রামের দিকে আগাবো।’  

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার অন্য একাংশের নেতা করিম মিয়া বিষয়টিকে ভালোভাবে দেখছেন না। তিনি এটাকে ব্রাহ্মণবাড়িয়াবাসির জন্য অসম্মানেরও বলছেন। কিছুটা রেগে গিয়ে তিনি বলেন, ‘ওই ন্যাটো ফ্যাটো ওরা কে আমাদের সদস্যপদ দেয়ার? বরং আমরাই ওদেরকে ব্যাটোর সদস্যপদ দিবো।’

১৬৬৬ পঠিত ... ১৩:৫৫, মার্চ ০১, ২০২২

Top