ইউক্রেন-রাশিয়া যুদ্ধ : আতঙ্কে দিনযাপন করছেন ৩৯ বিসিএস-এর চিকিৎসকরা

৪৫৪ পঠিত ... ১১:২৪, ফেব্রুয়ারি ২৬, ২০২২

BCS-Doctor-thumb

সব আশংকাকে সত্য প্রমাণ করে শুরু হয়ে গেলো ইউক্রেন এবং রাশিয়ার সামরিক যুদ্ধ। সকাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফরণের খবর আসছে। ইতোমধ্যে সেখানে হতাহতের শিকার হয়েছেন শতাধিক সামরিক ও বেসামরিক ব্যক্তি।

এদিকে ইউক্রেন-রাশিয়া সংকটের কারণে আতংকে দিনযাপন করছেন বাংলাদেশের ৩৯তম বিসিএস-এ নিয়োগপ্রাপ্ত অনেক চিকিৎসক। তাঁরা ধারণা করছেন, কোভিড যেহেতু শেষ, এবার তাদের হয়তো যুদ্ধে হতাহতের সেবা দিতে ইউক্রেনে পাঠিয়ে দেয়া হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক বলেন, 'করোনার প্রথম ঢেউ শেষ হলে আমরা ভেবেছিলাম, এবার বুঝি দায়িত্ব শেষ হলো। কিন্তু তারপরে চলে আসলো ডেলটা ভ্যারিয়েন্ট। ডেলটার পর আসলো অমিক্রন। অমিক্রন সংক্রমণের হার কমতে থাকায় আমরা কিছুটা স্বস্তিতে ছিলাম।' 'কিন্তু আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে শুরু হয়ে গেলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমাদেরকে মনে হয় এবার ইউক্রেনে পাঠিয়ে দেয়া হবে।'

অবশ্য এ ব্যাপারে একদমই দুঃচিন্তা করছেন না একই বিসিএস-এর নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের একাংশ। তারা বলছেন, 'সরকারি কর্মকর্তারা শুধু বালিশ কিনতে বা সাঁতার শিখতে বিদেশ যাবে এটা তো হতে পারে না।'

এক তরুণ চিকিৎসক বলেন, 'আমরাও সরকারি চাকরি করি। আমাদেরও আছে অধিকার। আমরা না হয় গেলাম যুদ্ধ শিখতে!'

উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, 'যদি বেঁচে ফিরতে পারি, তাহলে সাইনবোর্ডে 'এফসিপিএস, যুদ্ধ (ইউক্রেন)' লিখে প্র্যাকটিস করবো। কোনো শিক্ষা ছুটি ছাড়াই ডাইরেক্ট বিদেশি ডিগ্রি, ভাবা যায়?'

আরেক চিকিৎসক বলেন, 'আমরা ভেবেছিলাম, করোনা শেষ হলে আমাদেরকে হয়তো গ্রামে পাঠিয়ে দেয়া হবে। কিন্তু এখন মনে হচ্ছে ইউক্রেনে পাঠিয়ে দেবে। অবশ্য এতে আমি খুব একটা পার্থক্য দেখি না। গ্রামে গিয়েও হয়তো এলাকার কোনো নেতার মার খেতাম। এখন ইউক্রেন গিয়ে ভ্লাদিমির পুতিনের মার খাবো। জিনিস ঐ একই।'

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, 'আমরাও ব্যাপারটা নিয়ে ভাবছি। শুধু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নয়, ভবিষ্যতে যদি পানি পথের তৃতীয় বা চতুর্থ যুদ্ধও লাগে, ৩৯ বিসিএসকে আমরা সেখানে পাঠিয়ে দিবো। এরা শিক্ষাছুটি চায়। ওখানে গিয়ে আসল শিক্ষা নিয়ে আসুক।'

৪৫৪ পঠিত ... ১১:২৪, ফেব্রুয়ারি ২৬, ২০২২

Top