মেলায় বুক ড্যান্স ছাড়া বই বিক্রি করছেন না সমকালীন কবি কামরুল

৩৭২ পঠিত ... ১৬:২৫, ফেব্রুয়ারি ১৯, ২০২২

Book-Dance

এবার মেলায় ৩টি কবিতার বই এসেছে সমকালীন কবি কামরুলের। মেলার শুরু থেকেই খুব একটা কাটতি নেই কামরুলের বইয়ের। অনেকে কবিতার বইয়ের বেল নাই বললেও কামরুল বলছেন ভিন্ন কথা। জানা যায়, বুক ড্যান্স ছাড়া বই বিক্রি না করার সিদ্ধান্ত নেয়ার কারণেই কামরুলের বইয়ের খুব একটা বেচাকেনা নেই।  

সাহিত্যের সাথে আধুনিক ড্যান্সের এক মেলাবন্ধন ঘটানোর লক্ষ্য থেকেই কামরুলের এমন সিদ্ধান্ত। পাশাপাশি রাখতে চান একটু ট্রেন্ডি ছোঁয়া। সেজন্যই বুক ড্যান্সের ভাবনা। মেলা শুরুর আগে তিনমাস থ্রি স্টার ড্যান্স ক্লাবে নাচও শিখেছেন কামরুল।

এ বিষয়ে কামরুলের সাথে কথা বলতে গেলে নাচা ছাড়া কথা বলতে অপারগতা জানান তিনি। বাধ্য হয়ে আমাদের প্রতিনিধিকে কামরুলের সাথে হালকা নেচে নিতে হয়। ‘ও আমার রসিয়া বন্ধুরে’ গানের সাথে নাচতে নাচতে কামরুল বলেন, ‘আমি একজন সিরিয়াস কবি ও সিরিয়াস ড্যান্সার। নাচ ছাড়া আমি বই বেচি না। এমনকি আমি কবিতা লেখার সময়ও নেচে নেচে কবিতা লিখি।’

নাচের সাথে কবিতার সম্পর্ক বিষয়ে কামরুল বলেন, ‘নাচও এক ধরনের কবিতা। ছন্দ, অন্তমিল-সবই তো আছে। তাছাড়া এখনকার এই আধুনিক সময়ে যেখানে নাচ ছাড়া দুধওয়ালা দুধও বিক্রি করে না সেখানে কবিতার বইয়ের মত এমন দামি একটা জিনিস কীভাবে নাচ ছাড়া বিক্রি হবে!’

কিন্তু যেসব পাঠক নাচ পারেন না, তাদের ক্ষেত্রে বিষয়টি কেমন হবে জানতে চাইলে শুরুতেই কামরুল কিছুটা রেগে যান। রেগে মেগে একটি মেটাল মিউজিকের সাথে হেডবাং দিতে দিতে কামরুল বলেন, ‘নাচ না পারলে সে আবার কিসের পাঠক! তার তো বই কেনারই অধিকার নেই। এই ধরনের পাঠকের কাছে বই বিক্রি করার চেয়ে ঝালমুড়িওয়ালার কাছে বিক্রি করা ভালো।’

রাগ কিছুটা কমলে কামরুল বলেন, ‘নাচ না পারলে শিখবে। মেলার পাশেই ১০ মিনিটে ড্যান্স শেখার একটা দোকান রাখছি আমি। ৯০% ছাড়ে মাত্র ৪৯০ টাকায় শিখে নিতে পারবে। নাচ শিখলে আর আলাদা করে বইয়ের দাম দিতে হবে না।’

৩৭২ পঠিত ... ১৬:২৫, ফেব্রুয়ারি ১৯, ২০২২

Top