টিসিবির ট্রাক থেকে তেল কিনতে না পেরে কেঁদে ফেললেন প্রিন্স মুসা

৩৭১ পঠিত ... ১৭:০২, ফেব্রুয়ারি ১৬, ২০২২

Prince-musa

নিয়মিত বিরতিতেই বেড়ে যাচ্ছে নিত্যপণ্যের দাম। বাজার থেকে কেনাকাটা করতে না পেরে টিসিবির ট্রাকের সামনে বাড়ছে ভীড়। এ বিষয়ে প্রথম আলোর সাথে এক সাক্ষাতকারে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ভালো ভালো পোশাক পরা মানুষদেরও এখন টিসিবির লাইনে দেখা যাচ্ছে।’

মন্ত্রীর এই বক্তব্যের সত্যতা যাচাই করতে দুপুরে একটু কম খেয়ে ঘুমাতে যান আমাদের প্রতিনিধি। এরপর তিনি স্বপ্নে চলে যান কারওয়ান বাজার। সেখানে টিসিবির বাসের আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ট্রাক থেকে অদূরে প্রিন্স মুসাকে কোট, টাই ও একটি রিবনের চশমা পরা অবস্থায় কাঁদতে দেখেন। কাছে গিয়ে জানতে চাইলে প্রিন্স মুসা জানান, ‘মন্ত্রীর কথা শুনে ভালো পোশাক পরে তেল কিনতে আসছিলাম। কিন্তু দীর্ঘ দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও তেল কিনতে না পেরে কষ্টে কান্না চলে আসছে। তাই এক কোনায় এসে কাঁদছি।’  

কিছুক্ষণ পর কাঁদা থামালে দেশের উন্নয়ন নিয়ে তার সাথে কথা বলি আমরা। টিসিবির লাইন বড় হওয়া ও লাইনে ভালো ভালো পোশাক পরা মানুষদের দেখা যাওয়া দেশের উন্নয়নের উর্ধ্বগামি সূচক কিনা, জানতে চাইলে তিনি রেগে গিয়ে বলেন, ‘অবশ্যই উর্ধ্বগামি সূচক। ব্যবসায়ীদের সাথে হাউকাউ করার আর টাইম নাই আমাদের। যা কিনবো টিসিবির লাইন থেকে কিনবো। আপনারা যারা বেশি দামের জন্য বাজার থেকে জিনিসপাতি কিনতে পারছেন না, তারাও দ্রুত কিছু টাকা খরচ করে ভালো ভালো পোশাক পরে লাইনে দাঁরান। সুখে থাকুন, শান্তিতে থাকুন। পেট ভরে খান।’

টিসিবির লাইনের এই পরিবর্তন দেশে সাম্যবাদ প্রতিষ্ঠা করবে বলেও মত দেন মুসা। তিনি বলেন, এই যে দেখেন এখন ভালো ভালো পোশাক পরা লোকজন দাঁড়াচ্ছে। আমি এসে দাঁড়ালাম। একদিন সালমান এফ রহমান ভাই, সায়েম সোবহান ভাইয়ের মত বড় মানুষরাও দাঁড়াবেন। ভাবতে পারছেন, একই লাইনে রিক্সাওয়ালা, কুলি, মজুর ও আমরা। এমন একটা দেশের স্বপ্নই তো দেখেছিলাম।’

টিসিবির লাইনের দীর্ঘায়ু কামনা করে তিনি বলেন, ‘একদিন টিসিবির এই লাইন ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে ছড়িয়ে যাবে। সেদিন দাম বাড়ানো ব্যবসায়ীরা সব না খেয়ে মরবে। সরকারকে আর ওদের সাথে ঝামেলায় জড়াতে হবে না।’

৩৭১ পঠিত ... ১৭:০২, ফেব্রুয়ারি ১৬, ২০২২

Top