সৌদির সাথে মিল রেখে গতকালকেই ভ্যালেন্টাইন ডে পালন করেছে চাঁদপুরবাসী

৬০০ পঠিত ... ১৭:৪০, ফেব্রুয়ারি ১৪, ২০২২

sauir-sathe-mil-rekhe

বাংলাদেশসহ সারাবিশ্বের আজ ভ্যালেন্টাইন ডে পালন করা হলেও চাঁদপুরের ৭২টি গ্রামে ভ্যালেন্টাইন ডে পালন করা হয়েছে গতকাল। জানা যায়, সৌদি আরবের সাথে মিল রেখে যথাযথ ভাবপগাম্ভীর্যের সাথে ৭২টি গ্রামের ৭২০টি কাপল গতকাল দিবসটি পালন করেন।

সৌদি আরবে ভ্যালেন্টাইন ডে পালন করা হয় কিনা? আমাদের এমন এক প্রশ্নে এক কাপল বলেন, ‘পালন করা হয় কিনা জানি না! তবে দিবস যেহেতু আছে, চাঁদও নিশ্চয়ই দেখা গেছে। আর চাঁদ দেখা গেলে গত পরশুই দেখা যাওয়ার কথা। ওটা তো আর বাংলাদেশ না যে একদিন পরে দেখা যাবে। সে হিসেবে গতকালই আমরা দিবসটা পালন করেছি।’

কেউ কেউ অবশ্য চাঁদ দেখা গেছে বলে জানান। সৌদি প্রবাসী রাসেল নামক এক ব্যক্তির কাজিন বলেন, ‘সৌদিতে ভ্যালেন্টাইনের চাঁদ দেখা গেছে। আমার কাজিন আমাকে ছবিও পাঠাইছে। যদিও সন্ধ্যার দিকে সৌদির চাঁদ দেখা কমিটি একবার চাঁদ দেখা যায়নি বলেছিলো। তবে মধ্যরাতে আবার চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। এরপরই তো আমরা দিবসটা পালন করলাম। আমরা তো তোমাদের মত ওত বোকা না যে কোন ভ্যারিফিকেশন ছাড়া পালন করবো।’

চাঁদপুরে জন্ম নেওয়ায় এই দিবসটি নিয়ে অনেকে বাড়তি সুবিধাও পাচ্ছেন বলে জানা যায়। এমনই একজন বলেন, ‘সৌদির সাথে মিল রাখার ভালোই হলো। বাসায় কোন অজুহাত দেয়া লাগে নাই, এক্সট্রা ক্লাসের কথা বলা লাগে নাই। কোন টেনশন ছাড়াই বের হতে পারছি।’

আর্থিকভাবেও বেশ সুবিধাজনক ছিলো বলে জানান অনেকে। এমনই একজন বলেন, ‘একদিন আগে পালন করার গোলাপের দাম কম ছিলো। আমি ৫ টাকা করে ১৮টা কিনেছি। গার্লফ্রেন্ডকে একটা দিছি। বাকি সতেরটা আজকে ৭০ টাকা করে সেল করেছি।’

৬০০ পঠিত ... ১৭:৪০, ফেব্রুয়ারি ১৪, ২০২২

Top