ফোনালাপ ফাঁস ঠেকাতে আসছে কবুতরের পায়ে বেঁধে চিঠি পাঠানোর অ্যাপ

২৪০ পঠিত ... ১৮:১৪, ফেব্রুয়ারি ১০, ২০২২

kobutor-app

ফোনালাপ ফাঁস ঠেকাতে আসছে কবুতরের পায়ে বেঁধে চিঠি পাঠানোর অ্যাপচারদিকে ফোনালাপ ফাঁসের ঘনঘটা। রিপাবলিকান শিবির, ডেমোক্রেটিক শিবির কিংবা আমেরিকান আমজনতা কেউই রেহাই পাচ্ছে না। এমন বৈশ্বিক সঙ্কটে বিশ্ববাসীর পাশে দাঁড়ানোর জন্য টেসলা নিয়ে আসছে নতুন এক অ্যাপ। কবুতরের পায়ে বেঁধে চিঠি পাঠানোর এই অ্যাপের এখনো আনুষ্ঠানিক কোন নাম ঠিক না হলেও ডেভেলপমেন্টের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।  

নাম ঠিক না হওয়ার বিষয়ে জানতে চাইলে এলন মাস্ক বলেন, ‘নাম পরে। আগে শঙ্কট থামাই। সামনে বড় বড় প্রোজেক্ট আসতেছে। মনে হচ্ছে অ্যামাজনের বেজোস বদমাসটাও নাকি পেগাসাস কিনছে। কখন আমার ফোনালাপ ফাঁস হয়ে যায়। টেনশনে আছি।’

পৃথিবীতে এমন আধুনিক প্রযুক্তি থাকতে এমন পুরোনো আমলের আইডিয়া কেন মাথায় আসলো? আমাদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘হিসেব সহজ। পৃথিবীকে ৫০০ বছর পিছিয়ে নেয়ার প্ল্যান করেছি। হিহি।’

এমন অ্যাপের কথা শুনে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে গুলশানের রাশেদকে। একসাথে তিনটা প্রেম করা রাশেদ বলেন, ‘অনেক ভয়ে থাকতাম। একদিন ঘুম থেকে উঠে যদি দেখি আমার তিন গার্লফ্রেন্ডের সাথে কথা বলার ফোনালাপ ফেসবুকে হোমপেজে ঘুরে বাড়াচ্ছে। তাহলে তো আমার বউ আমার পিঠের চামড়া রাখবে না। এখন একটু টেনশন ফ্রি আছি। আচ্ছা ভাই, একটা কবুতর কি আলাদা আলাদা তিনটা গার্লফ্রেন্ডকে চিনতে পারবে?’

এদিকে এমন অ্যাপ আসার খবরে কিছুটা স্বস্তিতে থাকলেও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছেন বনানীর হাশেম। এই অ্যাপটা দিয়ে চুমু পাঠানো যাবে কি না জানতে চেয়ে তিনি বলেন, ‘ফোনে চুমু দিতে দিতে ৮ বার ফোনের মাউথ স্পিকার নষ্ট করছি। হেডফোন নষ্ট করছি ১৮-২০ টা। এই অ্যাপ আসলে খুবই উপকার হয়।’

২৪০ পঠিত ... ১৮:১৪, ফেব্রুয়ারি ১০, ২০২২

Top