সয়াবিন তেলের দাম বাড়ায় ভাড়া বাড়ানোর কথা ভাবছে পরিবহন মালিক সমিতি

৬০৫ পঠিত ... ১১:০৫, ফেব্রুয়ারি ১০, ২০২২

Vara-barano

সয়াবিন তেলের দাম বাড়ায় ভাড়া বাড়ানোর কথা চিন্তা করছে পরিবহন মালিক সমিতি। নিখিল বাংলা পরিবহন মালিক স্বার্থরক্ষা ঐক্য পরিষদের অস্থায়ী মুখপাত্র আজ সংবাদ সম্মেলনের প্রশ্ন উত্তর পর্বে এ কথা বলেন।  তিনি আরও বলেন সয়াবিন তেলের দাম বাড়িয়ে সরকার যুগপযোগী সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই খবর শোনার পর থেকেই খুবই খুশি, তখন আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়েই ছিলাম। সাথে সাথে আমরা মিষ্টিমুখ করেছি।

গত পরশু ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সয়াবিনের দাম আরও একদফা বাড়লে, জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এদিকে দাম বেড়ে এখন বোতলজাত সয়াবিন ১৬৮ টাকা লিটার হয়েছে।

নিজেদের দাবি আদায়ে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে পরিবহন মালিক শ্রমিক সমিতি। শুধুতেই তারা বাসের গায়ে ‘সয়াবিন চালিত’ লেখা পোস্টার লাগিয়ে কর্মসূচি শুরু করে। বাসে পোস্টার লাগাতে লাগাতে একজন বলেন, ‘আমরা সরিষার তেল চালিত পোস্টারও লিখে রেখেছি। ওইটার দামও নাকি বাড়ছে। এই ভাড়ায় না পোষালে ওইটা লাগাবো।’

কিন্তু আপনারা তো গ্যাসে চলেন? তাহলে আপনারা দাম বাড়াবেন কেন? আমাদের এক প্রতিনিধির এমন প্রশ্নে বেশ ক্ষেপে যান এক হেলপার। ক্ষুব্ধ হেলপার বাসের পেছনের গ্যাসের সিলিন্ডারে দুটো থাপ্পড় দিয়ে বলেন, ‘কে কইছে ডিজেল! আমি ও আমার গাড়ি দুটোই সয়াবিনে চলে। বিশ্বাস না হলে দুইটার পেছনেই হাত দিয়ে দেখেন। আপনি চাইলে মাছ ভাজি করেও দেখিয়ে দিতে পারি।’

মালিক সমিতিকে সয়াবিন তেলের দাম বৃদ্ধির ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রভাবশালী শ্রমিক নেতা বলেন, আমরা বাস ভাড়া বৃদ্ধির কথা ভাবছি এটা আপনারা সত্যি শুনেছেন। আমরা সরকারকে দুই একদিনের মধ্যে আবেদন করবো। সর্বশেষ যে কি.মি. প্রতি ভাড়া বৃদ্ধি করা হয়েছে তা ন্যায়সংগত না হলেও আমরা মেনে নিয়েছিলাম কিন্তু এখন আবার যেহেতু সয়াবিনের দাম বাড়লো এখন তো কি.মি. প্রতি ভাড়া পুনঃনির্ধারণ করতে হবে। এই শহরের ম্যাক্সিমাম গাড়ি, বলতে পারেন ৯৯.৯৯% গাড়ি সয়াবিনে চলে। আমরা তো লস দিয়ে গাড়ি চালাতে পারি না।'

দিকে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নিজেকে সরকার পরিচয় দেয়া রতন সরকার নামে এক ব্যক্তি বলেন, ‘কীয়ের মন্তব্য। গাড়ি তো গাড়ি ওরা বললে আমরাও সয়াবিনে চলবো।’ 

লেখা: মোহাম্মদ ইমাম হোসেন

 

৬০৫ পঠিত ... ১১:০৫, ফেব্রুয়ারি ১০, ২০২২

Top