বন্ধুর বিয়েতে দুই লিটার তেল গিফট করে সাড়া ফেলে দিয়েছেন ধানমণ্ডির জায়েদ

৫৩৯ পঠিত ... ১৭:৪৫, ফেব্রুয়ারি ০৯, ২০২২

Biye-te-tel-gift

অনেকদিন ধরেই বাজারে লাগামহীন সয়াবিন তেলের মূল্য। সাম্প্রতিক সময়ে হুহু করে বেড়েই চলেছে এর দাম। রবিবার নতুন করে বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ১৬৮ টাকা। তেলের দাম এভাবে বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে সাধারণ জনগণকে। 

তবে দাম যতই বাড়ুক, থেমে নেই শহরের উচ্চ-মধ্যবিত্ত বা উচ্চবিত্তরা। গতকালই রাজধানীর ধানমণ্ডিতে বন্ধুর বিয়েতে দুই লিটার তেল গিফট করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে জায়েদ (২৭) নামের এক তরুন।

এ ব্যাপারে অনুষ্ঠানে উপস্থিত এক মুরুব্বি বলেন, ‘এ নিশ্চয়ই বিল গেটসের বংশধর! বাজারে এমন আগুন লাগার সময় যে দুই লিটার তেল দিতে পারে, সে মানুষ না, ফেরেশতা। তার পকেট বিল গেটসের, মন মাদার তেরেসা। আহা, এমন একটা ছেলে যদি আমার মেয়ের স্বামী হইতো!’

পরবর্তীতে ওই মুরুব্বী জায়েদের জন্য নিজের মেয়ের বিয়ের প্রস্তাব দেন। তবে জায়েদ এ প্রস্তাব পুরোপুরি নাকচ করে দিয়েছেন। তিনি জানান, ‘তিনি বিয়ে শাদীর প্রতি তার আগ্রহ নেই। কী এক সমিতি নিয়েই তিনি বেঁচে আছেন।’

জায়েদের এই উপহারের কথা শুনে বিয়ের স্টেজ থেকে নিচে নেমে জায়েদকে জড়িয়ে ধরেন বিয়ের পাত্র সিয়াম খান। ছলছল চোখে সিয়াম জানান, ‘তোর মতো বন্ধু পেয়ে আমি সত্যিই গর্বিত। জানি না খোদা কোন পুন্যের ফল হিসেবে তোকে পাঠিয়েছেন। এই তেল আমি কমপক্ষে দু'বছর ধরে ব্যবহার করবো আর প্রতিবেলা তোর নাম স্মরণ করবো....’ এই বলে সেখানে কাঁদতে থাকেন দুই বন্ধু।

এই সংবাদ দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে তৎক্ষণাৎ হাজারীবাগ, রায়েরবাজার, শ্যামলী এবং মোহাম্মদপুরসহ আশেপাশের অনেক এলাকা থেকে লোকজন জায়েদকে দেখতে আসেন। তার সাথে সেলফি তোলেন। 

এছাড়াও, আহসান নামে এক প্রবাস ফেরত বাংলাদেশি বলেন, ‘দেশে আসছি কয়েক বছর আগে। তখন তেলের লিটার ছিল ৮৪ টাকা। ভাগ্যিস কয়েক লিটার জমায় রাখছিলাম! এখন তেলের দাম দেখেন, বাইড়া হইছে ১৭০ টাকা। চিন্তা করে দেখলাম, আর দশবছর পর এই তেলের দাম নিশ্চয়ই লাখ টাকায় পৌঁছাবে। তখনই জমানো তেল বেঁচবো ইনশাআল্লাহ....’

তবে হারুন মিয়া নামে এক ডাক্তার জানালেন তার ভিন্ন পারস্পেক্টিভ। তিনি বলেন, ‘এইগুলা উন্নয়নের সুফল। দেশ তো ডিজিটালাইজ হইছেই। এখন মন্ত্রী মিনিস্টাররা চাচ্ছে আমরা যাতে আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হই। তেলে বিদ্যমান প্রচুর কোলেস্টেরল হৃদরোগের সম্ভাবনা বাড়ায়। এসব দিক চিন্তা করেই বাণিজ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি তার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই....’

৫৩৯ পঠিত ... ১৭:৪৫, ফেব্রুয়ারি ০৯, ২০২২

Top