পদত্যাগের প্রতিশ্রুতি দেয়ার পর দশম দিন উদযাপন করছেন ভিসি ফরিদ উদ্দিন

২২০ পঠিত ... ১৭:০৭, ফেব্রুয়ারি ০৫, ২০২২

VC-Farid

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গত মাসের ২৬ তারিখে সরকারের উচ্চ মহলের অনুরোধে সেখানে যান মুহম্মদ জাফর ইকবাল স্যার ও ইয়াসমিন হক ম্যাডাম। সরকারের বরাদ দিয়ে ভিসির পদত্যাগ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে সকল ধরনের মামলা প্রত্যাহার করার দাবিসহ অন্যান্য সকল দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান তারা দুজন। এরপর ১০ দিন কেটে গেলেও কোন প্রতিশ্রুতি মানারই নজির এখনো দেখা যায়নি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিনের সর্বশেষ আপডেট জানতে গুগল আর্থের মাধ্যমে অফিসে বসেই আমরা চলে যাই সাস্টে। গুগল স্ট্রেট ভিউ দিয়ে ঢুকে পড়ি সাস্টের ভিসির বাসভবনে। সেখানে গিয়ে ভিসির চেয়ারে ভি সাইন দেখানো একজনকে দেখতে পাই আমরা। নিজেকে ফেক ভিসি পরিচয় দিয়ে তিনি বলেন, ‘স্যার একটু ওয়াশরুমে গেছে। জানেনই তো, চেয়ার নিয়ে স্যারের অনেক টেনশন। তাই চেয়ারের পাহারায় আমাকে বসিয়ে গেছে।’

কিছুক্ষন পর ওয়াশরুম থেকে বের হয়ে একজন নিজেকে ভিসি ফরিদ উদ্দিন পরিচয় দিয়ে আমাদেরকে চিল করার আহবান করেন। (যদিও তাকেও আমাদের ফেক মনে হয়েছে) চিল কেন জানতে চাইলে টিনেজ প্রেমিকের মত তিনি বলেন, ‘আরেহ ম্যান, প্রতিশ্রুতি দেয়ার পর ১০ দিন চেয়ারে বসে কাটিয়ে দিলাম, উদযাপন করতে হবে না! যেই আসবে সবার জন্য চিল ফ্রি আজকে। চাইলে বন্ধু বান্ধবও নিয়ে আসতে পারেন।’

এই উদযাপনের বিষয়টি এমনি এমনি আসেনি। ছাত্রজীবনে প্রথম প্রেমের একটা ঘটনার পর  থেকেই বিষয়টি নিয়ে বেশ সচেতন তিনি। কিছুটা স্মৃতিকাতর হয়ে তিনি বলেন, ‘সেই ছাত্রজীবনে রিলেশনের ১ মাস উদযাপন করিনি বলে আমার ব্রেকাপ হয়ে গিয়েছিলো। সেই শিক্ষা থেকে ১০ দিন উদযাপন করছি। আমি চেয়ার হারাতে চাই না। প্রেমিকা হারালে প্রেমিকা পাওয়া যায়, কিন্তু চেয়ার একবার হারালে আর পাওয়া যায় না।’

এমন একটা সুখের দিনে অনেককেই কাছে পেয়েছেন ফরিদ উদ্দিন। তবে কাছে চেয়েছেন এমন অনেককেই আবার কাছে পাননি। স্বাভাবিকভাবেই তাদের মনে করে এই উদযাপনের মাঝেও কখনো কখনো বিষণ্ণ হয়ে পড়ছেন তিনি। ফরিদ বলেন, ‘জাফর স্যার, ইয়াসমিন ম্যামকে পাশে চেয়েছিলাম। দীপু আপাকেও চেয়েছিলাম। ওনারা আসেননি দেখে খারাপ লাগছে। আমার এই সাফল্যের পেছনে তো ওনারাই।’

২২০ পঠিত ... ১৭:০৭, ফেব্রুয়ারি ০৫, ২০২২

Top