ভ্যালেন্টাইন ডে উপলক্ষে লুঙ্গি পরা কোর্স নিয়ে আসছেন নোয়াখালীর নোমান

৩৪৯ পঠিত ... ১৮:৩২, ফেব্রুয়ারি ০২, ২০২২

Lungi-course

 

শুরু হয়ে গেলো নতুন বছরের আরেকটি ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের কথা মনে হতেই যে দিনটির কথা মনে পড়ে তা হলো ‘ভ্যালেন্টাইন্স ডে’। ভালোবাসা দিবসের প্রস্তুতি অন্যান্য বছরের মতোই শুরু হয়ে গিয়েছে তরুণ তরুণী ও প্রেমিক যুগলের ভেতর।

তবে এবার ভ্যালেন্টাইন্স ডে-তে পুরুষদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে লুঙ্গি পরিয়ে দেয়ার কোর্স নিয়ে এলেন নোয়াখালীর নোমান (৩২) নামের এক তরুণ। জানা গেছে, মেয়েদের শাড়ি পড়ানো ট্রেন্ডকে অনুসরণ করেই নোমান ছেলেদের জন্য এই কোর্স।

এ ব্যাপারে eআরকি'র সাথে কথা বলেন নোমান। নিজের লুঙ্গি একবার খুলে আবার টাইট করে পরে তিনি জানান, 'অনেক ছেলেই আছে লুঙ্গিকে ভালোবাসে। মেয়েরা যেমন মায়ের শাড়ি পরে ডেটে যায়, ছেলেরাও চায় বাবার লুঙ্গি পরে একটু ডেটে যেতে, ফেসবুকে ছবি আপলোড করতে। কিন্তু সঠিকভাবে লুঙ্গি পরতে পারে না দেখে অনেকের এমন স্বপ্ন স্বপ্নই থেকে যায়। সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতেই আমরা এসেছি।' 

এইসময়ে লুঙ্গি পরার বেশ কিছু ব্যকরণ নিয়েও কথা বলেন তিনি। আমাদের প্রতিনিধির লুঙ্গি খুলে নিজে হাতে পরিয়ে দিয়ে তিনি বলেন, 'এই যে আপনি লুঙ্গিটা পরলেন, নিচে তো এলোমেলো হয়ে গেছে। এটা তো লুঙ্গি পরার সিস্টেম না। লুঙ্গি পরলে নিচে একদম বৃত্তের মত থাকতে হবে। যাকে বলে প্রপার সার্কেল। নইলে লুঙ্গির অপমান হয়। লুঙ্গিকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেবো আমরা।' 

রাতের বেলায় অনেকের লুঙ্গি খুলে যাওয়া সমস্যার দিকেও আলোকপাত করেন এই তরুণ উদ্যোক্তা। তিনি বলেন, 'এই যে অনেকেই রাতে লুঙ্গি পরে ঘুমালে সকালে লুঙ্গি খুঁজে পায় না, অদ্ভুত লুঙ্গিহীনতায় ভোগে-সঠিক ট্রেনিং না থাকার কারণেই তো। আজ সঠিক ট্রেনিং থাকলেও কেউ এভাবে মান ইজ্জত হারাতো না।'

কোর্সের ডিটেইল জানতে চাইলে নোমান বলেন, 'কোর্সটিকে মূলত তিনভাগে ভাগ করেছি। প্রথম অংশে আমি ডেমো দিবো, মানে লুঙ্গি পরে দেখাবো। দ্বিতীয় অংশে তারা আমাকে পরে দেখাবে। কে কতো নিপুণভাবে পরতে পারলো, কার কতো কম সময় লাগলো, কার গিট্টু কত শক্ত এর ওপর ভিত্তি করে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। আর কোর্সের তৃতীয় অংশ বেশ চ্যালেঞ্জিং বলতে পারেন। এর নাম চেক গিট্টু এক্সাম। এই পার্টে লুঙ্গি পরা যুবকদেরকে একটি গেমে অংশগ্রহণ করতে হবে। যে যত বেশি লোকের লুঙ্গির গিট্টু খুলতে পারবে এক টানে, তার পয়েন্ট তত বেশি হবে।' 

এইসময়ে তিনি কোর্সের শিক্ষক হিসেবে তিনজন বুয়েটের ভাইয়া ও ২ জন ঢাবির ভাইয়ার সাথে পরিচয় করিয়ে দিয়ে ৬ জন মিলে সমস্বরে বলেন, 'পৃথিবী একদিন লুঙ্গির হবে। লুঙ্গিতে লুঙ্গিতে ছেয়ে যাবে ৫৮ হাজার বর্গমাইল।'

 

৩৪৯ পঠিত ... ১৮:৩২, ফেব্রুয়ারি ০২, ২০২২

Top