ইদের পর কঠোর আন্দোলনের ঘোষণা রিয়াজ, পরীমনি, নিপুনসহ হেরে যাওয়া প্রার্থীদের

৩৬৫ পঠিত ... ১৬:৪৬, জানুয়ারি ২৯, ২০২২

fdc-election-eid-er-por

হয়ে গেলো শিল্পী সমিতির নির্বাচন। ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান জিতলেও মিশা, নিপুন, রিয়াজ পরীমনির মত বাঘা বাঘা প্রার্থীরা হেরে গিয়েছেন। একটি হাওয়া থেকে পাওয়া খবরে জানা গেছে, হেরে যাওয়া এই প্রার্থীরা ইদের পর কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

শিল্পী সমিতির নির্বাচনের মত ছোটখাটো নির্বাচনে এমন আন্দোলন কোন প্রভাব ফেলবে কিনা আমাদের এমন এক প্রশ্নে তারা বলেন, ‘প্রভাব ফেলবে কি ফেলবে না সেটা ভিন্ন ব্যাপার। আসল ব্যাপার হলো পরম্পরা। নির্বাচনি পরম্পরা রক্ষা করে ইদের পর আন্দোলনের ঘোষণা আমাদের দিতেই হতো। আমরা শুধু সেটাই রক্ষা করলাম। তার মানে যে, আসলেই আন্দোলন করবো এমনটাও আপনারা ভাববেন না।’

যদিও রিয়াজ আন্দোলনের নতুন এক ধরনের বিষয়ে জানান আমাদের। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আন্দোলন মানেই যে সবসময় জ্বালাও পোড়াও বিষয়টা এমন না। আমি একটু ভিন্ন রকম আন্দোলন করবো। ভাবতেছি, ইদের পর কান্নাকাটি করে আন্দোলনকে উদযাপন করবো। তাছাড়া আমার তো আসলে কান্না ছাড়া উপায়ও নেই।’

এদিকে শিল্পী সমিতির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপির মহাসচির মির্জা ফখরুল ইসলাম। নিজের একটি টিকটক আইডি থেকে তিনি বলেন, ‘আপনারা ভোটের মাঝে ভোট বয়কট করেননি, পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেয়ার অভিযোগও করেননি। বিষয়গুলো দেখে খুবই কষ্ট পেয়েছি। তাহলে কি এদেশের মানুষ নির্বাচনের ঐতিহ্য ভুলে যাচ্ছে! তাও আপনাদের এমন ভাবনায় ভালো লাগছে। আপনারা এগিয়ে যান, আমরা পেছনে আছি।’

৩৬৫ পঠিত ... ১৬:৪৬, জানুয়ারি ২৯, ২০২২

Top