আইএমডিবি রেটিংয়ে জাতীয় নির্বাচন ও ডাকসু নির্বাচনকে ছাড়িয়ে গেল শিল্পী সমিতি নির্বাচন

২০০ পঠিত ... ১৬:৪০, জানুয়ারি ২৯, ২০২২

imdb-nirbachon

বিপুলা এই পৃথিবীতে প্রতিদিন কতই না কাহিনী ঘটে থাকে। কিছু বাস্তব কাহিনী হার মানায় সিনেমাকেও। সম্প্রতি ঘটে যাওয়া এমন এক কাহিনী হলো জাতীয় শিল্পী সমিতির নির্বাচন। বহু নাটকীয়তা শেষে গতকাল আমরা হাতে পেয়েছি আকাঙ্ক্ষিত সেই ফলাফল। অবশেষে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এ সময়ের জনপ্রিয় নায়ক জায়েদ খান।

পুরো শিল্পী সমিতির নির্বাচনের সময় শুধু এফডিসি নয়, পুরো দেশজুড়েই ছিলো টানটান উত্তেজনা। জানা যায়, অনেকেই সেদিন যার যার পছন্দের সদস্যের নির্বাচিত হওয়া নিয়ে টেনশন করতে করতে খেতে এবং ঘুমোতে পারেননি। এফডিসিতে সমাগম ঘটে বর্তমান প্রাক্তন-শিশু অভিনয়শিল্পী থেকে শুরু করে অনেকেরই। নির্বাচনের নাটকীয়তা কাউকেই চমকে দিতে ব্যর্থ হয়নি। নির্বাচন চলাকালীন সময় এক পর্যায়ে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ দাবি করেন, জায়েদ খান তার চাদরের নিচ থেকে সবাইকে দুই হাজার টাকা করে দিচ্ছেন। নিপুণের এ বক্তব্যে এফডিসির সামনে ভীড় আরও বেড়ে যায়। দুই হাজার টাকার দেখা পেতে সাধারণ মানুষ চলে যায় এফডিসি প্রাঙ্গণে। এফডিসির এ নাটকীয়তা উপভোগ করেননি এমন কেউ নেই। ঠিক এ কারণেই আইএমডিবি রেটিংয়ে জাতীয় নির্বাচন ও ডাকসু নির্বাচনকে ছাড়িয়ে গেল শিল্পী সমিতি নির্বাচন।

প্রতিবার জাতীয় নির্বাচন ও ডাকসু নির্বাচনের আবেদন ভিন্ন মাত্রায় হলেও এবার শিল্পী সমিতির নির্বাচন তা নিজের ঘরে পাকিয়ে নিয়েছে। নির্বাচনের অবস্থা দেখে সোহেল রানা নামে বাংলা সিনেমার এক ভক্ত বলেন,

‘যাদের সিনেমা করার কথা, তারা নির্বাচন করছে।

আর যাদের নির্বাচন করার কথা তারা সিনেমা করছে।

কিএক্টাবস্থা! অবশ্য সিনেমা দেখতে পারতেছি এইটাই মূল কথা।’   

এদিকে আইএমডিবি অ্যাপে বাতাসের গতিতে এগিয়ে সামনে এগিয়ে যাওয়ায় বেশ টেনশনে আছেন গডফাদার ও ডার্ক নাইট সিনেমার ভক্তরা। তবে সোবহান নামে এক সিনেমাভক্ত জানান, ‘অনেকেই বলবে এই নির্বাচনের সিনেমা ক্ল্যাসিক হয় নাই। আরে ভাই, তুমি ক্ল্যাসিকের বুঝো কী? এই সিনেমা দেখবেন খুব তাড়াতাড়ি 'The Shawshank Redemption' -কে ছাড়িয়ে যাবে। এফডিসিকে ধন্যবাদ বিশ্বের মুখে বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য। বিশেষ ধন্যবাদ জনপ্রিয় নায়ক জায়েদ খানকে। তার সহযোগিতা ছাড়া এতটুকু আসা কোনোভাবেই সম্ভব হতো না...আসল সিনেমায় না হোক, নির্বাচনের সিনেমায় যা পারফর্ম করলেন জায়েদ ভাই! মাশাল্লাহ, গুণীর মান আল্লাহই রাখে!’

২০০ পঠিত ... ১৬:৪০, জানুয়ারি ২৯, ২০২২

Top