আনিসুল হকের বই কিনতে লোন দিচ্ছে সুইস ব্যাংক

১২৯৫ পঠিত ... ১২:২৭, জানুয়ারি ২৮, ২০২২

আনিসুল হকের দামি বই কিনতে এবার পাঠকদের পাশে দাঁড়ালো সুইস ব্যাংক। জানা যায়, শুধুমাত্র আনিসুল হকের বই কেনার জন্য দামিবুক লোন নামে নতুন একটি সেবা চালু করতে যাচ্ছে ব্যাংকটি। 

সম্প্রতি আনিসুল হকের 'যারা ভোর এনেছিলো' সিরিজের শেষ বইটি প্রকাশিত হয়। 'রক্তে আঁকা ভোর' নামের বইটির দাম দেখা যায় ১০৫০ টাকা। লেখক গতকাল নিজের ফেসবুক পেজে 'এরচেয়ে বেশি দামের উপন্যাস কেউ পড়েছেন?' অনেকটা এমন ক্যাপশনে বইটির একটি ছবি আপলোড করেন। এর কিছুক্ষণ পরেই নিজের নামসহ 'আমার বইয়ের দাম সবসময় বেশি, আমি সস্তা বই লিখি না' এমন একটি পোস্ট করেন তিনি। যা দ্রুতই ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে ও লেখকের ভক্তরা নানারকম কমেন্ট করে। ফেসবুকে এই নিয়ে নানাবিধ সমালোচনাও লক্ষ্য করা যায়। যদিও আজ সকালেই অন্য একটি পোস্টে লেখক গতরাতের বিষয়টি রসিকতা ছিলো বলেন জানান। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, 'পঞ্জিকা দামি হলেও তা সস্তা, শেক্সপিয়ার সুলভ সংস্করণও দামি। রসিকতা হালকা হলেও স্বাস্থ্যকর। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন।'    

এ বিষয়ে সুইস ব্যাংকের এক কর্মকর্তা বলেন, 'আমরা জানতে পেরেছি যে, আনিসুল হক সস্তা বই লেখেন না৷ ফলে অনেক পাঠকই ওনার বই কিনতে হিমসিম খান। সেইসব পাঠকদের জন্য আমরা ৪৫% সুদে এই লোন চালু করেছি। মানুষ লোনে বাড়ি, গাড়ি কিনতে পারলে বই কেন নয়? হানিফ সংকেত তো আর এমনি এমনি বইকে মহামূল্যবান বলেননি।'

যদিও সুইস ব্যাংকে একাউন্ট না থাকায় আনিসুল হকের অনেক ভক্ত কিছুটা চিন্তায় আছেন। এমনই একজন বলেন, 'আমার তো একাউন্ট নাই ওইখানে। ভিসা পতাকাও নাই যে গিয়ে একাউন্ট খুলবো৷ আমার একটা মাটির ব্যাংক আছে। ওটা ভেঙ্গে আনিসুল হকের বই কিনলে কি আমি বই পাবো?' 

এদিকে আনিসুল হকের কিছু ভক্ত সুইস ব্যাংককে বয়কট করায় বেশ বিপাকে পড়েছে৷ তারা আনিসুল হককে অনুরোধ করে বলেন, 'ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে কোন চুক্তি করা যায় কী না দেখুন! আমরা সুইস ব্যাংক বয়কট করেছি। ওটা একটা সস্তা ব্যাংক। ওই ব্যাংকের টাকাও সস্তা।'

 

১২৯৫ পঠিত ... ১২:২৭, জানুয়ারি ২৮, ২০২২

Top