শিল্পী সমিতির নির্বাচনে সালমাহ শাহ ভোট দিতে আসেন কিনা তা দেখতে ভক্তদের ভীড়

২৫২ পঠিত ... ১০:৫১, জানুয়ারি ২৮, ২০২২

salman-shah-dhaliwood-election

উৎসবমুখর পরিবেশে এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচন। এই নিয়ে সকাল থেকে এফডিসির ভেতরে বিরাজ করছে তুমুল উত্তেজনা। সমিতির সদস্যদের পাশাপাশি সাধারণ ভক্তদেরও মাঝেও উত্তেজনা ছড়িয়ে গেছে। তারাও সকাল থেকে ভিড় করছেন।

এফডিসির বাইরে দর্শকদের ভিড়ের মাঝে কয়েকজনকে সালমান শাহর পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কথা বলতে চাইলে একজন বলেন, ‘নির্বাচনের কথা শুনেই মুখিয়ে ছিলাম। দেশের অতীত পরম্পরা রক্ষা করতে কবর থেকে সালমান শাহ আসবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।’

মৃত নায়ক-নায়িকারা আসবেন বলে বিশ্বাস আরো অনেকের। মান্নার এক ভক্ত বলেন, ‘নির্বাচনে মৃত মানুষের ফিরে আসা আমাদের হাজার বছরের ঐতিহ্য। আমার মৃত দাদা যদি ফিরে আসতে পারে তাহলে মান্না ভাই কেন ফিরে আসবে না। তাকে আসতেই হবে।’

শুধু সালমান শাহ বা মান্না নয়, ফিরে আসার তালিকায় আছেন, রাজ্জাক, আনোয়ার হোসেন, জসিম, জাফর ইকবালসহ আরো অনেকে। এই প্রসঙ্গে এক তরুণী বলেন, ‘জাফর ইকবাল আমার ক্রাশ। সকাল থেকে উনার জন্য এখানে এসে বসে আছি। যদিও অনেকেই বলছে উনি তো অনেক আগে মারা গেছেন, ভোটের ডাক শুনেছেন কিনা কে জানে।’ 

কুড়িগ্রাম থেকে এক যুবক এসেছেন প্রিয় নায়িকা কবরীর অটোগ্রাফ নিতে। তিনি বলেন, বুঝতেছি না কবরী ম্যাডাম আসবে কিনা। এমনিতেই এই নির্বাচন দিনে হচ্ছে । এরমধ্যে যদি মৃতরাও না আসে তাহলে খুব মন খারাপ হবে’।

মৃতরা আসলে কাকে ভোট দিবেন? এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। অনেকে মনে করছেন সিনিয়র হিসেবে ইলিয়াস-নিপুন প্যানেলেই যাবে সালমান শাহ ও মান্নার ভোট। তবে রাজ্জাক, জসিমসহ অন্যরা হয়তো তরুণ হিসেবে বেছে নিবেন জায়েদ-মিশা প্যানেলকেই।’

এদিকে এফডিসির ফ্লোরের এক কোনায় রাজ্জাককে কাঁদতে দেখা যায়। কেন কাঁদছেন জানতে চাইলে চাইলে তিনি বলেন, ‘অনেক আশা নিয়ে ভোট দিতে এসেছি। কিন্তু এসে শুনি আমার ভোট নাকি হয়ে গেছে। একটু দেরি করে আসলাম বলে কি ভোট দিতে পারবো না? এ কেমন দেশে বাস করছি।’

২৫২ পঠিত ... ১০:৫১, জানুয়ারি ২৮, ২০২২

Top