পুষ্পা সিনেমা দেখেই অনুপ্রেরণা পেয়েছি: ফরিদ উদ্দিন

৫২০ পঠিত ... ১৭:০০, জানুয়ারি ২৬, ২০২২

farid-pushpa

সম্প্রতি রিলিজ হলো দক্ষিণ ভারতীয় সিনেমা পুষ্পা। আল্লু আর্জুন অভিনীত এই সিনেমা ইতোমধ্যে অনেকের জীবনে প্রভাব রেখেছে। ক্রিকেটার থেকে শুরু করে উপাচার্য পর্যন্ত ছড়িয়ে গেছে এই সিনেমার জনপ্রিয়তা। ক্রিকেটার শাকিব, নাজমুল অপুর পর হাওয়া থেকে পাওয়া এক খবরে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিনকে অনুপ্রেরণা যুগিয়েছে আল্লু আর্জুনের এই সিনেমা।   

নিজের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে ‘ম্যায় ঝুঁকেগা নেহি সালা’ ডায়লগ দিয়ে তিনি বলেন, ‘এই যে এতদিন ধৈর্য্য ধরে বসে আছি, পুষ্পা থেকে অনুপ্রেরণা পেয়েই তো। যখনই ভাবি, না অনেক হয়েছে এবার পদত্যাগটা করি, তখনই কানের মাঝে পুষ্পার সেই ডায়লগ ভেসে উঠে। থ্যাংক টু পুষ্পা, স্যালুট বস।’

জানা গেছে, দিনে নিয়ম করে ৫ বার এই সিনেমা দেখছেন তিনি। আল্লু আর্জুনের আরো সিনেমা দেখার ইচ্ছার কথাও ব্যক্ত করেন ফরিদ উদ্দিন।

এতকিছুর মাঝেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে ভাবনার কথা ভুলে যাননি ফরিদ। পুষ্পা সিনেমা দেখতে দেখতেই বিশ্ববিদ্যালয়ের অবকাঠানোগত উন্নয়ন ও একাডেমিক উন্নয়ন নিয়েও ভাবছেন তিনি। ফরিদ বলেন, ‘ভাবছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুষ্পা সিনেমা দেখা বাধ্যতামূলক করে দেবো। পুষ্পা সিনেমার ওই লালকাঠ দিয়ে কয়েকটা বিল্ডিং বানিয়ে দেয়া যায় কী না ভাবছি। দাম তো খুব বেশি না, তাছাড়া হাতে তো বারোশো কোটি টাকা আছেই।’  

এদিকে এমন খবরে আল্লু আর্জুনের অনুভুতি জানতে চাই আমরা। নিজের একাধিক টিকটক অ্যাকাউন্ট থেকে তিনি বলনে, ‘আমি তো ছাত্রছাত্রীদের পক্ষে, আমিও এই উপাচার্যের পদত্যাগ চাই।’

৫২০ পঠিত ... ১৭:০০, জানুয়ারি ২৬, ২০২২

Top