বিপিএল নিয়ে বাজি না ধরে সাস্টের ভিসির পদত্যাগ নিয়ে বাজি ধরছে বাজিকররা

২৬৪ পঠিত ... ১৬:৩৭, জানুয়ারি ২৫, ২০২২

Baji

চলছে বিপিএল। তবে, সম্পূর্ণ ভূয়া একটি সূত্র থেকে জানা গেছে এবার বিপিএল জুয়ার বাজার খুব একটা জমেনি। কারণ হিসেবে অনেকেই বিপিএলের খেলার মান নিয়ে অভিযোগ তুললেও কেউ কেউ বলছেন সম্পূর্ণ ভিন্ন এক কারণ। বাংলাদেশ জুয়াড়ি সোসাইটির এক ভূয়া তথ্য মতে জানা যায়, বিপিএল নিয়ে জুয়ার চেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিনের পদত্যাগ নিয়ে জুয়া ধরছেন তারা। এ বিষয়টিকে বিপিএলের চেয়েও আনপ্রেডিক্টেবল ও হট আইটেম বলছেন।

চোখে মুখে আনন্দের এক আভা নিয়ে জুয়া কমিটির সম্মানিত চেয়ারম্যান নিজের ফেক আইডি থেকে বলেন, ‘ টং দোকানগুলোতে বিপিএল নিয়ে এখন আর কোন আলোচনা নাই। সব আলোচনা ভিসিকে নিয়ে। আমি তো ভাবলাম, ভিসিও বিপিএল খেলতেছে কি না! পরে দেখি না, খেলা তো অন্য জায়গায়। চারপাশ থেকে একই আলোচনা, একই কনফিউশন- যাবে কি যাবে না! সেজন্যই জুয়া লাগাইয়া দিলাম।’

আপনি লাগিয়েছেন কী না? আমাদের এমন এক প্রশ্নে তিনি বলেন, ‘বিপিএল আর ভালো লাগে না। প্রতিদিন জুয়া। এরচেয়ে ভিসি ভালো। পদত্যাগ করবে’র এক দানেই বারোশ কোটি লাগাইছি। দেখি আল্লাহ কী রাখছে কপালে।’

যদি হেরে যান? আমাদের এমন প্রশ্নে ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি রেখে তিনি বলনে, ‘আমার বউরে দিয়ে পদত্যাগ করবে না-এর দানেও বারোশ কোটি লাগাইছি। যা অবস্থা দেখতেছি রিস্ক নেয়া ঠিক হবে না।’

 ভিসির পদত্যাগের উত্তেজনা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘ইন্ডিয়া-পাকিস্থান কিংবা অ্যাশেজ নিয়েও এত টেনশন হয় না। একবার মনে হয় পদত্যাগ করবেন আবার বাথরুমে গিয়ে ঘুরে আসার পর মনে হয়, ওনার যা প্রজ্ঞা ও অধ্যবসায়-হয়তো করবেন না। লোকটার টেনশনে মরে যাচ্ছি একদম।’

২৬৪ পঠিত ... ১৬:৩৭, জানুয়ারি ২৫, ২০২২

Top