একসাথে ৩৫টি গাভী বিত্তান্ত লেখার কাজে হাত দিয়েছেন লেখক, ঔপন্যাসিক, চিন্তাবিদ আহমদ ছফা

৬৯৪ পঠিত ... ১৫:৫৭, জানুয়ারি ২৩, ২০২২

35-gabhi-brittanto

লেখা: মোহাম্মদ ইমাম হোসেন 

গতকাল ২২ জানুয়ারি শনিবার সন্ধ্যা থেকেই একটা  গুঞ্জন শোনা যাচ্ছিলো আহমদ ছফা নতুন করে গাভী বিত্তান্ত লেখার কাজে হাত দেবেন। প্রাথমিক অবস্থায় ধারণা করা হয়েছিলো তিনি একটি গাভী বিত্তান্ত লিখতে পারেন। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটির সাথে আরও ৩৪টি যুক্ত করে ৩৫টি গাভী বিত্তান্ত লেখার কাজ শুরু করেছেন বলে একটি  ভুয়া সূত্র আমাদের জানিয়েছেন।   

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে এসে দেশের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাভীর পরিমাণ এমন হারে বৃদ্ধি পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছে মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ এবং দিলরুবা খানম। একান্ত ভূয়া সাক্ষাৎকারে দিলরুবা খানম অবাক হয়ে বলেন, ‘ভাবতেই পারছি না গত ২০ বছরে গাভীর পরিমাণ এতো বৃদ্ধি পেয়েছে। আমাদের সময় তো শুধু একটাই গাভী ছিলো।’ 

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ বেশ আবেগ তাড়িত হয়ে পড়েন। নিজের ফেক আইডি থেকে কাঁদো কাঁদো গলায় তিনি বলেন, ‘এতদিন একা ছিলাম। একা একা এখানে সেখানে পড়ে থাকতাম। এখন আরো ৩৫টা ভাই পাচ্ছি। আবেগে কান্না চলে আসতেছে।’   

এদিকে আহমদ ছফার এমন কাণ্ডে বেশ ক্ষুব্ধ হয়েছে নিখিল বাংলা গাভী সমাজ। শুধুমাত্র নিরীহ গাভী হওয়ায় আহমদ ছফা এমন একটা বইয়ের নাম গাভীদের নামে রাখার মত সাহস করতে পারছে বলে মত দেন তারা। এক সিনিয়র গাভী বলেন, ‘ছফা ভাই ভালো মানুষ, ওনার উচিত হয় নাই এভাবে আমাদেরকে ছোট করা। উনি বইয়ের নাম রাখতে পারতেন ভিসি বিত্তান্ত। শুধু আমাদের একটা হেলমেট বাহিনী নেই বলেই ছফা সাহেব আমাদের সাথে এমন অবিচার করলেন।’

যদিও ভবিষতে এমন কাজ প্রতিহত ঘোষণাও দেন গাভীরা। তারা বলেন, হেলমেট বাহিনীর মত আমরাও ঠুসি বাহিনী নিয়ে আসতেছি। এরপর দেখি, ছফা ভাইয়ের মত লোকরা কীভাবে আমাদের উপর অবিচার করেন।’

৬৯৪ পঠিত ... ১৫:৫৭, জানুয়ারি ২৩, ২০২২

Top