আমি তো জাহাঙ্গীরনগরে পড়িনি, তবে আমার কেন বিয়ে হয়নি ফরিদদা? একান্ত সাক্ষাৎকারে মমতা ব্যানার্জী

৭৬৮ পঠিত ... ১৭:১৫, জানুয়ারি ২০, ২০২২

ju-momota

‘মমতা ব্যানার্জি’ ভারতের এক অপরাজেয় রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। গত বছরই পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল কংগ্রেসের টানা তিনবারের তৃতীয়বারের মত মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। রাজনীতি-শিক্ষকতা-ডাক্তারি অনেক কিছুই করলেন। কিন্তু বিয়েটা আর করলেন না। একটি ভূয়া সূত্র থেকে জানা গেছে, বিয়ের বিষয় নিয়ে অন্যান্যদের মত মমতা নিজেও হতাশ।  

এই হতাশা কাটিয়ে উঠতে সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিনের স্বরণাপন্ন হয়েছেন তিনি। জানা যায়, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, ফরিদ উদ্দিনের এমন বক্তব্যের পর নিজের বিয়ের ব্যাপারে জানতে আগ্রহী হয়ে উঠেছেন মমতা।  

এ বিষয়ে জানতে নিজের একটি ফেক আইডি থেকে ভিসির একটি ফেক আইডিতে নক দেন মমতা। শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে তিনি বলেন,

'আমি তো জাহাঙ্গীরনগরে পড়িনি ফরিদদা। জাহাঙ্গীরনগরের নামও জানি না। তবু বলতে পারেন, কেন আমার বিয়ে হয়নি? কেন আজও আমি একা? এই পৃথিবীর কেন আমার সাথে নিষ্ঠুরতা করলো! বলতে পারেন ফরিদদা?’   

তিনি আরও বলেন, ‘এই ৬৭ বছরের জীবনে রাত একটা দুইটার সময় ছেলেদের হাত ধরে ঘুরলাম না, ডেট করলাম না, কনসাল্টিং করলাম না...কনসাল্টিং অবশ্য করেছি, কিন্তু তা আমাদের নির্বাচনজনিত কারণে। সে যাক, আমি জানতে চাই আমাকে কেন কেউ ঘরের বউ করে নিলো না? কতটা বছর আমি এই প্রশ্নের জবারের জন্য অপেক্ষা করেছি। কত বিনিদ্র রাত, কত চন্দ্রভুক  অমাবশ্যা কেউ আমার এই প্রশ্নের উত্তর দেয়নি। ওইদিন আপনার কথাটা শুনে আলোর দিশা পেয়েছি। আপনি হয়তো জানেন। চুপ করে থাকবেন না ফরিদদা। কথা বলুন!’ 

ভিসি ফরিদ উদ্দিনের এই ফেক আইডি থেকে কোন জবাব না আসলেও অন্য এক ফেক আইডি থেকে ভিসি স্যার বলেন, ‘বিয়া হইবো ক্যামনে! আমাদের এক ছাত্রনেতা বললো, তুমি নাকি অনেক চটাং চটাং কথা বলো। রাত বিরাতে রাজনৈতিক কাজ করে বেড়াও। এজন্যই তো তোমারে কেউ বিয়ে করতে চায় না।’

৭৬৮ পঠিত ... ১৭:১৫, জানুয়ারি ২০, ২০২২

Top