সাস্টের ভিসি ফরিদ উদ্দিনকে শুভেচ্ছাবার্তা পাঠালেন কিম জং উন  

৭৩৬ পঠিত ... ১৪:৩৪, জানুয়ারি ২০, ২০২২

sust-kim-jong-un

পুরো ক্যাম্পাসের প্রতিবাদের মুখেও নিজ আসনে স্বপ্রতিভভাবে বসে থেকে এক অনন্য নজির স্থাপন করে চলেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমেদ। গত কয়েকদিনে ফরিদ উদ্দিনের এমন অর্জন দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের কানেও। ফরিদ উদ্দিনকে বর্তমান পৃথিবীর স্বৈরাচার সোসাইটির আলোকবর্তিকা আখ্যায়িত করে একটি শুভেচ্ছাবার্তাও পাঠান কিম। উত্তর কোরিয়া থেকে সম্পূর্ণ ভূয়া একটি সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি।

শুভেচ্ছা বার্তাটিতে কিম আরো বলেন, ‘বর্তমান পৃথিবীতে কম বেশি সবাই স্বৈরাচারি হলেও নিষ্ঠা, আন্তরিকতা ও রক্তে স্বৈরাচার ধারণ করা মানুষ খুবই কম। আমি ও আপনার পরে এমন স্বৈরাচার খুব একটা চোখে পড়ে না। আপনিই আমাদের আলোকবর্তিকা। এভাবে নিজের অবস্থান ধরে রাখুন। একদিন পৃথিবীটা আমাদের হবে কমরেড।‘   

প্রবল আন্দোলন ও শিক্ষার্থীদের অনশনের মুখেও ফরিদ উদ্দিনের নিজেকে শক্ত রাখতে পারার প্রশংসাও করেন কিম। তিনি বলেন, ‘ক্যাম্পাসের শিক্ষার্থীদের ১৮-২০ ঘণ্টার অনশন হয়ে গেলেও আপনি একটুও টলেননি। শুনেছি অনেকে অসুস্থও হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ভণ্ড মিডিয়া ও দেশের ভণ্ড সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের নির্লজ্জ প্রচার প্রচারণার পরও আপনি শক্ত আছেন। সত্যিই আপনি অসাধারণ। আপনাকে স্যালুট।’  

এদিকে অন্য এক ভূয়া সুত্র থেকে জানা গেছে, কিমের এই শুভেচ্ছা বার্তার উত্তর দিয়েছেন ফরিদ উদ্দিন। কবুতর দিয়ে পাঠানো এই বার্তায় কিমের কাছে দোয়া চেয়ে ফরিদ উদ্দিন লিখেন, ‘দোয়া করবেন ভাই। আপনাদের মত মহীরুহের দোয়া থাকলে আমি নিজেকে আরও প্রমাণ করতে পারবো। আপনাদের আদর্শ হতে পেরে নিজেকে বেশ গর্বিত মনে করছি। জয় হোক স্বৈরাচারের।’

চিঠির সাথে নিজের লেখা একটি কবিতাও পাঠান ফরিদ উদ্দিন। এই কয়েকদিনের আন্দোলনের মাঝেই লিখেছেন কবিতাটি-এমন দাবি করে নিজের ফেক বার্তায় ফরিদ উদ্দিন লেখেন,

'আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;

আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,

পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।'   

কবিতাটি লিখলাম। কোন স্বৈরাচার যদি কখনোও আমার মতো এমন কোন চ্যালেঞ্জে পড়ে তাহলে এই কবিতাটি পড়ে নিজেকে শক্ত রাখতে পারবে। কেমন লাগলো জানাবেন প্রিয়।’

৭৩৬ পঠিত ... ১৪:৩৪, জানুয়ারি ২০, ২০২২

Top