শেষ হলো শামীম ওসমানের একক কবিতা পাঠের আসর

৮২৫ পঠিত ... ১৬:২৩, জানুয়ারি ১২, ২০২২

shamim-osman-kobita

ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হলো দেশের গরম এলাকা বলে পরিচিত নারায়নগঞ্জ-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য শামীম ওসমানের একক কবিতা পাঠের আসর। গতকাল সোমবার নারায়নগঞ্জ শহরে এ আসর শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ভক্ত অনুরাগী এ আসরে অংশ নেন। এবারের আসরে শামীম ওসমান যে কবিতাটি পাঠ করেন, সেটির নাম 'আমিই ঝড়'। 

কবি জ্যাক রেমিংটনের এই কবিতাটি শামীম ওসমান ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই আবৃত্তি করে শোনান। প্রথমে তিনি শোনান ইংরেজি ভাষায়। ভারী কণ্ঠে তিনি পাঠ করেন, Fate whispers to the warrior, You cannot withstand the storm. The warrior whispers back, I am the storm. সাথে সাথে আসরে উপস্থিত শ্রোতারা সমবেত কণ্ঠে 'হইইই' বলে গর্জন করে উঠেন। সবার বোধগম্যতার স্বার্থে বাংলা ভাষায় অনুবাদ করে আবার কবিতাটি পাঠ করেন শামীম ওসমান - ভাগ্য যোদ্ধার কানে কানে বলে, তুমি ঝড়ের বিপরীতে দাঁড়াতে পারবে না। জবাবে যোদ্ধা বলে, আমিই তো ঝড়।

বাংলা অংশ বলার সময় শামীম ওসমান নিজের বুকে চাপড় দিয়ে এক শ্রুতিমধুর ছন্দ তৈরি করেন। এসময় উপস্থিত ভক্তরা আরো জোরে 'হইইইই' বলে উঠেন। তার একটু পরেই আসরটি সমাপ্ত ঘোষণা করা হয়।

এরপর থেকে দেশের সাহিত্য অঙ্গনে এই আসর এবং কবিতাটি নিয়ে চলছে জোর আলোচনা সমালোচনা। অনেকে প্রশ্ন তুলছেন, মাত্র দুই লাইনের কবিতা দিয়ে কীভাবে একটি আসর হতে পারে?

উত্তরে কবিতা অনুরাগীরা বলছেন ভিন্ন কথা। এক কবিতা সমালোচক বলেন, 'খেয়াল করলে দেখবেন, পুরো আসরটিই ছিলো একটি কবিতা। সেখানে দুই লাইনকে আলাদা করে ভাবার কিছু নেই।' 

তার এ ব্যাখ্যার সাথে ঐক্যমত পোষণ করেছেন অনেক শিল্প অনুরাগী। অবশ্য কেউ কেউ বলছেন, 'ঝড় তোলার জন্য দুই লাইনের কবিতাই যথেষ্ঠ'। উদাহারণ হিসেবে তাঁরা বলছেন বছর পাঁচ-এক আগে কবি শামীম ওসমানের স্বরচিত এবং স্বপঠিত কবিতা 'খেলা হবে'র কথা। 

এক কবিতা বিশ্লেষক বলেন, 'ঐ কবিতাটি বাংলা সাহিত্যের এক অপূর্ব সংযোজন। শুধু দেশ নয়, দেশের বাইরেও ঐ দুই শব্দের কবিতাটি ব্যাপক আলোড়ন তৈরী করেছিলো। সেখানে দুই লাইনের কবিতা তো বিরাট কিছু।' এ ব্যাপারে শামীম ওসমানের বক্তব্য জানার জন্য একজন প্রতিবেদককে পাঠানো হয়েছে নারায়নগঞ্জে। আপনারা তাঁর জন্য দোয়া করবেন।

৮২৫ পঠিত ... ১৬:২৩, জানুয়ারি ১২, ২০২২

Top