ম্যারাথনের নতুন সংস্করণ প্যারাথন আনলো বাংলাদেশ

৪৬৫ পঠিত ... ১৪:২৫, জানুয়ারি ১০, ২০২২

parathon-

১০ জানুয়ারি। সোমবার। ঢাকার একটি কর্মব্যস্ত দিন। এমন দিনে শহরের বুকে নতুন সংস্করণের এক ম্যারাথন আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যারাথনের নতুন এই সংস্ক্ররণের নাম দেয়া হয়েছে প্যারাথন। একটি সম্পূর্ণ ভূয়া সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি।

কেন এমন নাম? জানতে চাইলে স্যুট পরা এক অংশগ্রহণকারী কাঁধে ব্যাগ নিয়ে দৌড়াতে দৌড়াতে বলেন, ‘অফিসের প্যারা মাথায় নিয়ে ম্যারাথন দৌড়াতে হয় বলেই এই প্রতিযোগীতার নাম প্যারাথন।‘ এই প্রতিযোগীর পাশ থেকে অন্য একজন বলেন, ‘গার্লফ্রেন্ডের সাথে দেখা করার প্যারাও আছে ভাই।’ 

খোঁজ খবর না নিয়েই জানা যায়, পৃথিবীতে এটাই প্রথম ম্যারাথন যেখানে শহরের আবালবৃদ্ধাবনিতা সবাই দৌঁড়ায়। জেনেও দৌড়ায়, না জেনেও দৌড়ায়। জ্যামে বসে থাকতে থাকতে হুট করে ইচ্ছে হলে দৌড়ায়, আবার রাস্তা ফাঁকা পেলে রিক্সা নেয়, আবার দৌড়ায়।

এই প্যারাথন প্রতিযোগীতার আরো মজার বিষয় হলো, এখানে প্রতিযোগীদের নির্দিষ্ট কোন গন্তব্য নেই। সবার গন্তব্য আলাদা আলাদা। কেউ দৌড়ে অফিসে যায়, কেউ স্কুলে, কেউ বাসায় কেউ বা যায় প্রেমিকার সাথে দেখা করতে। এ যেন জীবনের জন্য দৌড়।

বাংলাদেশিদের এমন আয়োজনে মুগ্ধ হয়েছে বিশ্ববাসী। আমেরিকান এক ম্যারাথনবিদ নতুন এই প্যারাথন নিয়ে বলেন, ‘এদেশের মানুষের ম্যারাথনের প্রতি এমন ভালোবাসায় সত্যিই মুগ্ধ হয়েছি, ইচ্ছে করে গিয়ে একটু দৌড়ে অফিস করে আসি।’

পাশাপাশি নিজেদের দেশ নিয়েও হতাশার কথা জানান। তিনি বলেন ‘কত সৌভাগ্য আপনাদের। এমন দিনেও চাইলে ম্যারাথন আয়োজন করতে পারেন। কেউ কিছু বলে না। আমরা এমন এক দেশে বাস করি, এখানে এত স্বাধীনতা নেই, কিছু করলেই জনগণ ও সো কলড বিশ্লেষকরা এসে মাস্টারি করে। ইচ্ছে করে আপনাদের দেশে গিয়ে পার্মানেন্টলি থাকা শুরু করি। কী সুজলা, সুফলা, ম্যারাথন, শ্যামলা একটি দেশ।’

৪৬৫ পঠিত ... ১৪:২৫, জানুয়ারি ১০, ২০২২

Top