লকডাউনের প্রস্তুতি হিসেবে বিয়ের জন্য পাত্রী খুঁজছেন ময়মনসিংহের সাকিব

৩৩২ পঠিত ... ২০:৩৩, জানুয়ারি ০৯, ২০২২

Lockdown-er-jonno-patri

আসছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। হুহু করে বাড়ছে সংক্রমণের হার। এরমধ্যেই নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে লকডাউনের। চারদিকে একই প্রশ্ন—'আবার কি লকডাউন আসছে?'

লকডাউন কারো জন্য সর্বনাশ হলেও কারো জন্য নিয়ে আসে সুখবাসও৷ কে কি ভাবছেন সম্ভাব্য লকডাউন নিয়ে—এমন জরিপে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য হাতে এসেছে। বেশ কিছু সংখ্যক মানুষ জানিয়েছেন তারা লকডাউনের জন্য গোসল জমাচ্ছেন৷ খোলাসা করে জানতে চাইলে রাকিব (২২) নামের এক যুবক জানান, 'ভাই শুধু আপনারে বলতেছি। অন্য কাউরে বইলেন না। স্পেশালি আমার গার্লফ্রেন্ড জানলে সর্বনাশ। আর দেখাই করবে না আমার সাথে। আসলে ব্যাপারটা হইলো, লকডাউনে তো ঘরের বাইরে কোনো কাজ নাই। আর এখন প্রচুর ঠান্ডা। তাই এখনের গোসলগুলোকে পরে করার জন্য জমাচ্ছি। লকডাউন শুরু হইলে অবসর সময়ে গোসল করে নিবো। ব্যাপারটা কিন্তু ভালো। আপনিও ট্রাই করতে পারেন.... '

তবে নাজমুস সাকিব(২১) নামে ময়মনসিংহ এক তরুণ জানালেন মজার এক তথ্য। যখন তার সাথে আমাদের আলাপ হয়, তখনও তিনি হন্যে হয়ে মেয়ে খুঁজছেন। তিনি বলেন, 'কিতা আর কইয়াম, ম্যালা দিন ধইরা একটা ছেরি খুঁজতাছি। বিয়া করাম। বিশ্বাস করতাইন না, মনের লাহান একটা ছেড়িও পাইতাছি না। মনডা কেরুম যে লাগে। আমার বন্ধুরা গত লকডাউনে বিয়া কইরা বাপও হইছে, এইদিকে আমার বাসায় বইসা লুডু আর ক্যারাম খেলা ছাড়া কোন কাজ নাই। আপনাগো পরিচিত কোন ভালো ছেড়ি থাকলে আমারে একটু খোঁজ দিবাইন। নাম্বারটা লেখুইন-০১৬৭৪৪....'

জানা গেছে, শুধু নাজমুস সাকিব নয়, এরকম আরও বহু মানুষ এই লকডাউনে বিয়ের জন্য পাত্র-পাত্রী খুঁজছেন। 

৩৩২ পঠিত ... ২০:৩৩, জানুয়ারি ০৯, ২০২২

Top