প্রেমের টানে বিদেশিকে দেশে আনতে ঢাবির ইন্টারন্যাশনাল রিলেশনশিপে ভর্তি হতে চান মাসুদ 

৪২৩ পঠিত ... ১৭:৩৯, জানুয়ারি ০৩, ২০২২

ir-premer-tan

‘প্রেমের টানে জার্মানির মেয়ে বগুড়ায়’ বা ‘বরিশালের ছেলের জন্য নীল নদ পাড়ি দিল মিশরের মেয়ে’ এমন শিরোনামের খবর তো আমাদের চোখে পড়ে অহরহ। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এই বিষয়ক ডিপার্টমেন্ট থাকার পরেও কেন ঢাকার ছেলেমেয়েরা বিদেশিদের পটাতে পারছে না এ নিয়ে বড় চিন্তিত হয়ে পড়েছেন খাঁটি ঢাকাইয়া মাসুদ।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, যাকে বলে কিনা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। এখানে এত এত পোলাপান পড়ে, তাও বিদেশিদের প্রেমের টানে এদেশে আনার ঘটনা আজও বিরল। পত্রিকায় এখনও এমন কিছু ঘটলে সংবাদ হইয়্যা যায়। আর ঢাকার পোলাপানরে তো এমন খবরে খুঁইজাই পাওয়া যায় না! এরা নাকি আমাদের দেশের শ্রেষ্ঠ মেধাবী!’ এমনটা বলে নিজের আক্ষেপ প্রকাশ করেন মাসুদ।  

মাসুদ এ বছর অ্যাডমিশন টেস্টে ঢাবিতে চান্স পেয়েই প্রথমে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে ঢুকার পায়তারা করেছেন।

মাসুদ বলেন, ‘আস্ত একটা বিভাগ রাখার পরও কোন বিদেশী মেয়ে প্রেমের টানে ঢাবিতে আসতেছে না। বিশ্ববিদ্যালয়টা তো ইমেজ সংকটে পইড়া যাবে। এই ইমেজ সংকট কাটানোর জন্য কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হতো। সেজন্য আমিই এগিয়ে আসলাম।’

দুই সন্তানের এই জনক আরো বলেন, ‘হতে পারে আমার বউ-বাচ্চা আছে। কিন্তু দেশের জন্য আমি সব ম্যানেজ করতে পারবো।’

অন্যদিকে মাসুদ তার কুকুর্মের সীমা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে যাচ্ছে শুনে তার এক প্রভাবশালী নেতা মার্কা মামা বলেছেন, ‘মাসুদ, তুমি আর ভালো হইলা না। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও…’

 

৪২৩ পঠিত ... ১৭:৩৯, জানুয়ারি ০৩, ২০২২

Top