২০২২ সাল বলেছি, কিন্তু কোন ক্যালেন্ডারের ২০২২ তা তো বলিনি—কাজি সালাউদ্দিন    

৭৬০ পঠিত ... ১৫:১৬, জানুয়ারি ০৩, ২০২২

salauddin-2022

২০১৩ সালের এক সুন্দর বিকেলে কাজি সালাউদ্দিন বলেছিলেন, ২০২২ সালে কাতার বিশ্বকাপ আমরা খেলবোই। কিন্তু ২০২২ সাল চলে আসলেও বাংলাদেশের ফুটবল আকাশে কেবলই হতাশা। র‍্যাংকিং, অবকাঠামোগত উন্নয়ন, ফুটবলের দৈন্য দশা সব মিলিয়ে অদূর ভবিষ্যতেও খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

২০২২ সাল চলে আসলেও ফুটবল বিশ্বকাপে না খেলা প্রসঙ্গে বাফুফের সভাপতি কাজি সালাউদ্দিনের একটি ফেক আইডির সাথে যোগাযোগ করি আমরা। শুরুতে বিষয়টি তিনি মনে করতে না পারলে একটি ভিডিও দেখালে সম্বিত ফিরে পেয়ে তিনি বলেন, ‘২০২২ সাল আসতে তো প্রায় ৬০০ বছর বাকি। এখন তো ১৪২৮ সাল চলে।’ এমন তথ্যে প্রথমে আমরা কিছুটা ভ্যাকাচ্যাকা খেলেও কাজি সালাউদ্দিন পরিষ্কার করে বলেন, ‘আমি ২০২২ সালের কথা বলেছি, কিন্তু কোন ক্যালেন্ডারের ২০২২ সাল তা তো বলিনি!’

এই সময়ে বাংলা সালকে হিসেবে না ধরায় তিনি আমাদেরকে একটু বকাঝকা করে বলেন, ‘কেমন মানুষ আপনারা, বাংলাদেশে বাস করে বাংলা সালকে অবহেলা করেন? আবার চলে আসছেন ইন্টারভিউ নিতে! আমি হওয়ায় কিছু বলছি না, সম্রাট আকবর জানতে পারলে তো আপনাদেরকে শূলে চড়াতো।’

এরপর কিছুটা শান্ত হয়ে তিনি বলেন, ‘দেখুন, ফুটবল বিশ্বকাপ খেলা এত সহজ না। একটা টোটাল প্ল্যানিং এর ব্যাপার। ৬০০ বছর তো লাগবেই। আমি ওই হিসেব করেই বলছিলাম। আপনারা ভুল বুঝেছেন সেটা তো আমার দোষ না। আগে নিজেরা শিক্ষিত হয়ে আসেন।’

ইন্টারভিউ শেষে চলে আসার সময় কাজি সালাউদ্দিন আমাদের বলেন, ‘সামনের নির্বাচনে আমাকে একটা ভোট দিয়েন প্লিজ। আরো ৬০০ বছর আমাকে ক্ষমতায় রাখলে কথা দিচ্ছি ২০২২ বঙ্গাব্দে আমরা বিশ্বকাপ খেলবোই। বিশ্বাস না হলে স্ক্রিনশট নিয়ে রাখেন।’

৭৬০ পঠিত ... ১৫:১৬, জানুয়ারি ০৩, ২০২২

Top