২০৫০ সালের মধ্যে দেশের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে ফুড ভ্লগারের সংখ্যা

৩৪৮ পঠিত ... ২১:০১, ডিসেম্বর ৩০, ২০২১

food-vlogger-2050

বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি। পই পই করে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বেড়ে চলেছে ফুড ভ্লগারের সংখ্যাও৷ এক গবেষণায় দেখা গেছে, ২০৫০ সালের মধ্যে এই সংখ্যাটি দেশের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে৷

ফুডফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের করা এই গবেষণায় আরও বলা হয়, 'দেশে প্রতি সেকেন্ডে ৩ জন করে ফুড ভ্লগার উৎপাদন হচ্ছে৷ জন্মের পর জুসি, টেন্ডার এবং ওয়েল কুকড এই তিনটি শব্দ শিখতে পারলেই ফুড ভ্লগারের খাতায় নাম লেখাচ্ছেন অনেকে৷'

এমন খবরে বেশ উচ্ছ্বসিত দেখা গিয়েছে অনেক ফুড ভ্লগারকেই৷ এমনই একজন বলেন, 'গবেষণাটি বেশ জুসি, টেন্ডার এন্ড ওয়েল কুকড। রিজনেবল প্রাইসে এর চেয়ে ভালো গবেষণা আর কোথাও পাবেন না।'

বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন অন্যান্যরাও। সেঝোভাই নামে এক ভ্লগার বলেন, 'লাইক এমনটা তো হওয়ারই কথা ছিলো৷ আমরা মাছে-ভাতে বাঙ্গালি, ফুড ভ্লগার ছাড়া আর কী হবো!'

গবেষণার পর ফুড ভ্লগারদের রপ্তানিযোগ্য সম্পদ হিসেবে ঘোষণা দিয়েছে দেশের সরকার৷ জানা যায়, দেশের চাহিদা মিটিয়ে দ্রুতই ফুড ভ্লগারের বিদেশেও রপ্তানি করা হবে।

এভাবে দিনের পর দিন জনশক্তি বাড়তে থাকায় ২০৫০ সালের পর ইউনাইটেড ন্যাশন অফ ফুড ভ্লগার নামে নতুন এক দেশ নিয়ে আসার ঘোষণা দিয়েছে দেশের ফুডভ্লগাররা। যদিও বিষয়টি খুব একটা ভালোভাবে নেয়নি বিসিএস আবেদনকারীরা। গবেষণাটি পড়ে ফুড ভ্লগারদের উদ্দেশ্যে এক বিসিএস আবেদনকারী বলেন, 'কম্পিটিশন লাগাইতে চাস!'

৩৪৮ পঠিত ... ২১:০১, ডিসেম্বর ৩০, ২০২১

Top