ঢাকা শহরের জ্যাম পার করে দেওয়ার জন্য চালু হচ্ছে স্পাইডারম্যান রাইড

৩৫৫ পঠিত ... ১৭:০৯, ডিসেম্বর ২৩, ২০২১

spiderman-ride

ঢাকা শহরে থাকেন, কিন্তু ঢাকার জ্যামে বিরক্ত নন, এমন কেউ কি আছেন? তাদের জন্য আর চিন্তা নেই। আসছে ২০২২ থেকে আপনাদেরই সমস্যা নিরসনে আসছে উবার, পাঠাওয়ের মতো আরও একটি রাইড শেয়ারিং সার্ভিস, যার নাম ‘স্পাইডারম্যান রাইড’।  

স্পাইডারম্যান নো ওয়ে হোম রিলিজ হওয়ার পরপরই এর জনপ্রিয়তা দেখে এমন আইডিয়াটি মাথায় আসে একটি বিজনেস কোম্পানির। জানা যায়, জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তর ও দক্ষিণ ঢাকায় বিশটি করে মোট চল্লিশটি স্পাইডারম্যান ছাড়া হবে। প্রতিটি স্পাইডারম্যান ঘণ্টায় ১৫০ কি.মি  যাওয়ার সক্ষমতা রাখে।সুতরাং ঢাকাবাসীর জ্যামের পড়ার টেনশন অর্ধেক কমিয়ে দিচ্ছে সবার প্রিয় স্পাইডারম্যান।

অনেকেই জিজ্ঞেস করেছেন, কীভাবে এবং কয়জনকে একসাথে স্পাইডারম্যান রাইড প্রোভাইড করতে পারবে। এর উত্তরে নির্মাতা কোম্পানিটি জানিয়েছে , স্পাইডারম্যান দুই হাতে দুই জন, দুই পায়ে ঝুলে দুই জন এবং কাঁধের উপর একজনকে বসিয়ে রাইড দিতে পারবে। পাঁচজনের বেশি যাত্রী ঝুলতে দেখা গেলে সেই স্পাইডারম্যানসহ যাত্রীদেরকে জরিমানা করা হবে বলে জানিয়েছে নির্মাতা কোম্পানিটি।  

এদিকে স্পাইডারম্যান রাইড এখন পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে। চালু হওয়ার আগেই ২.২ মিলিয়ন ডাউনলোডের খবর পাওয়া গেছে। কিশোর তরুণ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই বেশ উত্তেজিত। শোনা যাচ্ছে, রাইড চালু হওয়ার আগেই বেশ কিছু ফেইক স্পাইডারম্যান রাজধানীতে ঘোরাফেরা করছে। অনেক স্পাইডারম্যান নাকি অ্যাপে না গিয়ে ২০ টাকা কমে খ্যাপে যাওয়ার অফারও দিচ্ছেন যাত্রীদের৷

কারওয়ান বাজারের মারুফ (২৪) নামের এক তরুণ বলেন, 'স্পাইডারম্যান আসতেছে শুইনা খুব ভালো লাগলো৷ তবে আমগোর মতো সাধারণ মানুষ কি আর স্পাইডারম্যানে চড়তে পারবো? আচ্ছা তার পেটে ধইরা ঝুইলা গেলে কি ভাড়া একটু কম লাগার সম্ভাবনা আছে?'

যদিও ঢাকা শহরের আকাশে ঝুলতে থাকা প্যাঁচানো তার পাশ কাটিয়ে স্পাইডারম্যান কতটা উন্নত সেবা দিতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

৩৫৫ পঠিত ... ১৭:০৯, ডিসেম্বর ২৩, ২০২১

Top