ভাত খেতে না চাওয়া ছেলের জন্য ইন্টারের গার্লফ্রেন্ড খুঁজছেন ইমনের মা

৪৫৮ পঠিত ... ২১:৪৫, ডিসেম্বর ২১, ২০২১

Vat-khete-na-chaway

আমরা প্রতিনিয়ত ছোট-বড়-মাঝারি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই। সমস্যাগুলো আমরা কখনো কখনো সমাধান করতে পারি, কখনো পারি না। আবার কখনো আমাদের কাউকে উদ্ভট সমাধানের দ্বারস্থ হতে হয়—এমন রেকর্ডও আছে। এমনই এক সমস্যার সমাধান eআরকি প্রতিনিধির সাথে শেয়ার করলেন কুড়িগ্রামের রোকেয়া খাতুন নামের এক ভদ্রমহিলা।    

তিনি বলেন, ‘আমার এক ছেলে, এক মেয়ে। বড় মেয়ের তিন বছর আগে বিয়া দিছি। এখন ছেলেডারে নিয়া যত চিন্তা। এমন জাউরা পোলা আমি বাপের জন্মেও দেখি নাই। মাঝে মাঝে সন্দেহ হয়, এইটা আমার পোলা তো? শেষ তেরো দিন ধইরা সে ভাত খায় না। তিন বেলা চানাচুর খায়। অনেক মাইরপিট করছি, কবিরাজ ডাক্তার দেখাইছি। কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত ওই বাড়ির সফেদের মা এক বুদ্ধি দিছে।

আপনি তো শিক্ষিত মানুষ, একটু কন তো বুদ্ধিডা কেমন?   

এমন অবস্থায় আমাদের প্রতিনিধি একটু বিভ্রান্ত হলেও থেমে যাননি। কী সেই বুদ্ধি জানতে চাইলে রোকেয়া খাতুন বলেন, ‘সফেদের মা কইলো একটা ইন্টারের মেয়ের সাথে প্রেম হইলে নাকি ছেলেরা ঠিকঠাকমতো ভাত খায়। হ্যার সফেদেরও একই অবস্থা আছিলো। শুকনা কাঠির মতো পোলা। বিশ্বাস করবেন না ভাই, অয় প্রেম করতাছে তিন মাস ধইরা। তিন মাসে পোলা পুরা তাগড়া জোয়ান হইয়া গেছে। মাইয়া নাকি সফেদরে ‘বাবু’ ডাকে। এইসব বাবু টাবু ডাকাডাকি আমার ভালা লাগে না। আমার পোলা ইমন তো খালি আমার বাবু, কী কন? তবে কোনো মাইয়া যদি তারে দুইবেলা ভাত খাওয়াইতে পারে, তারে ‘বাবু’ ডাকার অধিকার আমি খাতায় লেইখা দিলাম। ইমন শুধু তারই বাবু হবে..’  

 সাক্ষাৎকারের শেষ অংশে এক পর্যায়ে রোকেয়া খাতুন আমাদের প্রতিনিধিকে সফেদের বাড়িতে নিয়ে যান এবং তাকে দেখান।

প্রিয় পাঠক, এই সঙবাদটি মূলত বিজ্ঞপ্তিমূলক পোস্ট। আপনাদের আশেপাশে যদি ইন্টারে পড়ুয়া ওভার ফোনে ভাত খাওয়াতে ইচ্ছুক এমন মেয়ে থাকে, আপনারা সহানুভূতির হাত বাড়িয়ে দিন। আমাদের ইনবক্স আপনাদের জন্য সবসময় খোলা। এক দুঃখিনী মায়ের সাহায্যে এগিয়ে আসুন...

৪৫৮ পঠিত ... ২১:৪৫, ডিসেম্বর ২১, ২০২১

Top